সুদীপ পাল, বর্ধমানঃ
পরিকাঠামো প্রায় বছর খানেক আগে গড়ে তোলা হয়েছিল কিন্তু তারপরেও চালু হয়নি ইকোপার্ক। দীর্ঘদিন চালু না হওয়ার ফলে কার্যত নষ্ট হতে বসেছে পরিকাঠামো।
তাই গলসি শিল্লার ইকোপার্কটি অবিলম্বে চালু করার দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
গলসি ১ ব্লকের লোয়া-রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইকোপার্ক ২০০৩ সালে ২৬ জানুয়ারি উদ্বোধন হয়। দামোদরের কোল ঘেঁষা এই পার্কে ছোটদের জন্য খেলনা, দোলনা গাছগাছালি দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণ ঠিকঠাক না হওয়ায় পার্কটি বেহাল হয়ে পড়ছিল।
২০১৭-১৮ সালে পার্কটিকে সংস্কার করা হয়। কিন্তু তারপর বছর গড়িয়ে গেলেও পার্কটি এখনও চালু হয়নি। যে শিশু উদ্যান তৈরি করা হয়েছিল তা নষ্ট হতে বসেছে। অথচ পরিকাঠামো গড়ে তুলতে প্রায় চল্লিশ হাজার টাকা খরচ করা হয়েছে। পঞ্চায়েত সমিতিতে বিষয়টি জানানো হলে সমিতির তরফ থেকে জানানো হয়, এখনও কিছু কাজ বাকি রয়েছে। সেগুলি সম্পূর্ণ হলেই একটি চালু করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584