‘অশ্লীল সিনেমা’ দেখতেই ইন্টারনেটের ব্যবহার জম্মু-কাশ্মীরে, সারস্বতের মন্তব্য ঘিরে চাঞ্চল্য

0
65

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

‘অশ্লীল সিনেমা’ দেখতেই জম্মু-কাশ্মীরে ইন্টারনেটের ব্যবহার হয়ে থাকে– এমনই বিতর্কিত মন্তব্য করলেন নীতি আয়োগের সদস্য ভি কে সারস্বত। জম্মু-কাস্মীর থেকে ৩৭০ ও ৩৫-এ ধারা রদ করার পর দীর্ঘদিন সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। যদিও পরবর্তীকালে কিছু কিছু এলাকায় চালু হয়েছে সেই পরিষেবা।

ভি কে সারস্বত। চিত্র সৌজন্যঃ ইকোনমিক টাইমস

গুজরাটের গান্ধিনগরে শনিবার ধীরুভাই আম্বানি ইন্সটিটিউট এন্ড কমিউনিকেশন টেকনোলজির অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন নীতি আয়োগের সদস্য সারস্বত। সেখানেই তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “কেন রাজনীতিবিদরা কাশ্মীরে যেতে চান? দিল্লির সড়কে তারা যে আন্দোলন করছে, তা তারা কাশ্মীর পর্যন্ত পৌঁছে দিতে চান। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারাই আগুনে ঘি ঢালছে। কাশ্মীরে ইন্টারনেটে যেন সবকিছুর বিচার চলছে। অশ্লীল সিনেমা দেখা ছাড়া আর কোনও কাজই হয় না সেখানে।”

এ দিন সারস্বতকে প্রশ্ন করা হয়, টেলিকম পরিষেবার জন্য দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল, তাহলে ভূস্বর্গে কেন ইন্টারনেট পরিষেবা বন্ধ। এর উত্তরে তিনি বলেন কাশ্মীরে ইন্টারনেট বন্ধ থাকলেও তার প্রভাব দেশের অর্থনীতিতে এমন কিছু পড়বে না। গুজরাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গুজরাতে তো ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ করা হয়েছে কাশ্মীরে; কারণ জানাই ছিল, কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদের পর কিছু মানুষ এর বিরোধিতা করবে।তাই বিক্ষোভকালীন পরিস্থিতির আগুনে যাতে ঘি না পড়ে, তাই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

এমনকী সারস্বত বলেন, কাশ্মীরে বিক্ষোভ, ধর্মঘটের জন্য সাধারণ মানুষের কর্মজীবন ব্যাহত হয়েছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিল বহুদিন। আর এগুলোর প্রভাবই অর্থনীতি এবং জিডিপি-তে গিয়ে পড়েছে।

অন্যদিকে এ দিন সারস্বত জেএনইউ-এ হোস্টেল ফি বৃদ্ধির প্রসঙ্গে বলেন, “জেএনইউ বর্তমানে রাজনীতির যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনের বদলে সেখানে যা হচ্ছে তা থেকে ফায়দা লোটার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। তবে সেসব দলের নাম আমি নিতে চাই না। জেএনইউতে বেশিরভাগ পড়ুয়াই বাম মনস্ক। বেশিরভাগ অধ্যাপক-অধ্যাপিকাও বাম মানসিকতার।”

তবে ১৯৮০ সালে ইন্দিরা গান্ধির আমলে ৪৫ দিন জেএনইউ বন্ধ থাকার উদাহরণ টেনে তিনি বলেন কোনও কঠোর সিদ্ধান্ত তাঁরা নিতে চান না। গণতান্ত্রিক পথেই সমস্যার সমাধান হওয়া উচিত বলে মনে করেন সারস্বত। এদিকে এ দিন তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভূয়সী প্রসংশা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here