বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
এনআরএসের ঘটনাকে কেন্দ্র করে গত দু দিন ধরেই রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতল ও মেডিকেল কলেজে চলছে ডাক্তারদের ইস্তফা দিয়ে প্রতিবাদে সামিল চিকিৎসকরা।
অপরদিকে চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুজন পদত্যাগ করেন। মনোরোগ বিভাগের প্রধান ডক্টর নির্মল বেরা ও উত্তম মজুমদার।
যদিও এখনও পর্যন্ত তাদের ইস্তফা গৃহীত হয়নি।
সূত্রের খবর,বিভিন্ন বিভাগীয় প্রধানরা ইস্তফার কথা ভাবছেন।পদত্যাগের পর মনোরোগ বিভাগের প্রধান ডক্টর নির্মল বেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে সরকারের অসহিষ্ণু মনভাব,ডাক্তারদের নিরাপত্তার অভাব এবং জুনিয়র ডাক্তারদের উপর বর্বর আক্রমন। আমি দেখেছি যে এই পরিবেশে কাজ করা অসম্ভব। সুতরাং এইসব পরিস্থিতি ভেবেই আমি আমার ইস্তফা পত্র জমা দিয়েছি প্রিন্সিপালের কাছে।
আরও পড়ুনঃ পরিষেবা চালু রেখেও প্রতিবাদে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা
এর পাশাপাশি তিনি আরও বলেন ইমারজেন্সি খোলা রয়েছে।তবে জুনিয়র চিকিৎসকদের কথা ভেবে আউটডোর বন্ধ আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584