শিবশঙ্কর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
হিলি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সন্ধ্যাবেলা একটি পনেরো বছরের নাবালিকা মেয়ের বিয়ে হবার কথা ছিল।কিন্তু প্রশাসনের তৎপরতায় সে বন্ধ করা হল।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি পার্শ্বসেবকের কাছে বাল্য বিবাহ সংক্রান্ত ফোন আসে।সঙ্গে সঙ্গে খবর চলে আসে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক মাননীয় সৌমেন্দ্র নাথ রায়ের কাছে।তার নির্দেশে হিলি ব্লকের পার্শ্বসেবকদের প্রতিনিধি দল হিলি ব্লকে পৌঁছে যায়।
আরও পড়ুনঃ বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে স্বামীকে হত্যার চেষ্টা স্ত্রীর
এরপর হিলি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সুব্বা এবং হিলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক থাসি থেরিং শেরপা সহ আইনি পার্শ্বসেবক বিপ্রজিৎ সরকার ও রিতা মোহন্ত এবং পুলিশটিম।
নাবালিকার পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাউন্সেলিং করেন ব্লকের পুলিশ ও প্রশাসনিক প্রতিনিধিদল।অবশেষে নাবালিকার পরিবার মুচলেকা দিলে বাল্য বিবাহ প্রতিরোধ হয়।
এপ্রসঙ্গে সৌমেন্দ্র নাথ রায় বলেন,বাল্য বিবাহ প্রতিরোধে ব্লক প্রশাসনের দ্রুত উদ্যোগ গ্রহণ ভীষণ প্রশংসার দাবী রাখে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584