ওয়েবডেস্কঃ-
প্রকাশিত হল ন্যাশানাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট(NEET)-এর ফলাফল ।এইমস(AIIMS), জিপ্মার(JIPMER) ইত্যাদি বাদে দেশের বাকি সমস্ত সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(CBSE) গত ৬ মে জাতীয় স্তরের এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিয়েছিল।
ডিরেক্টোরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (DGHS), মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া (DCI)-এর নির্দেশিকা অনুযায়ী মেধা তালিকা প্রস্তুত করেছে সিবিএসই। cbseneet.nic.in এবং cbseresults.nic.in. এই দুই ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা।
দেশে প্রথম স্থান অধিকার করেছে বিহারের কল্পনা কুমারী।তার প্রাপ্ত নম্বর ৭২০ এর মধ্যে ৬৯১। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে তেলেঙ্গানার রোহিত পুরোহিত ও দিল্লির হিমাংশু শর্মা।তাদের দুজনের ই প্রাপ্ত নম্বর ৬৯০।
পশ্চিমবঙ্গ থেকে প্রথম ও দেশে তেরো নম্বর স্থান দখল করেছে ঋত্বিক কুমার সাহু। তার প্রাপ্ত নম্বর ৬৭৬।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584