১০০% ভিভিপ্যাট গণনার দাবিতে তৃণমূল নেতার মামলা খারিজ সুপ্রীম কোর্টের

0
71

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভিভিপ্যাটে ১০০ শতাংশ ভোট গণনার দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করেন বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক গোপাল শেঠ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয় সেই মামলা। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে গোপাল শেঠ দ্বারস্থ হন সুপ্রীম কোর্টের।

VVPAT | newsfront.co
ছবিঃ প্রতীকী

প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার খারিজ করে দেয় এই মামলা। আদালত জানিয়েছে ভোট প্রক্রিয়া চলাকালে তার মাঝে হস্তক্ষেপ করবে না আদালত। গোপালবাবুর আইনজীবী পীযুষ রায় শুনানিতে বলেন স্বচ্ছ নির্বাচন মানুষের ন্যায্য অধিকার। আদালত জানতে চায় নির্বাচন কমিশনের কোন প্রতিনিধি আদালতে উপস্থিত আছেন কিনা, এডভোকেট পীযুষ রায় সদর্থক উত্তর দিয়ে জানান নির্বাচন কমিশনও এই পরামর্শকে স্বাগত জানিয়েছে। এরপরেই আদালত জানায় যে নির্বাচন প্রক্রিয়াতে আদালত হস্তক্ষেপ করবে না এবং খারিজ করে দেয় মামলা।

আরও পড়ুনঃ আগামী ২২শে এপ্রিল থেকে শুধুমাত্র জরুরী মামলাই শুনবে সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও ৫০% ভিভিপ্যাট গণনার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের আবেদন খারিজ করে দিয়েছিল দেশের শীর্ষ আদালত। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনকে আদালত নির্দেশ দেয় প্রতিটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যেক বিধানসভা কেন্দ্র ধরে একটি ইভিএম এর পরিবর্তে ৫ টি ইভিএমের ভিভিপ্যাট গণনা করার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here