নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের মধ্যে অনলাইনে করা সৃজন সাহিত্য আসর আয়োজিত আন্তর্জাতিক ভাবনায় অনলাইন ওয়ান লাইনার কবিতা প্রতিযোগীতার ফল শনিবার ঘোষনা হলো। এক পংক্তির কবিতায় অংশ নেন পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, বিহার ও অসম সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এবং বাংলাদেশের লেখকরা।
প্রায় পাঁচশ জনের এক লাইনের কবিতা থেকে ওই প্রতিযোগিতায় প্রথম হন জলপাইগুড়ি জেলার রুবাইয়া জেসমিন, কোচবিহার জেলার অনীশ ঘোষ এবং তৃতীয় হন নদীয়ার অয়ন বিশ্বাস। সংস্থার সম্পাদক সুশান্ত নন্দী জানান, প্রত্যেককেই পুরস্কার বাবদ সাম্মানিক সম্মান পাঠানো হবে এবং মানপত্র প্রদান করা হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ভাবনায় এই অনলাইন কনটেস্ট নতুন লেখকের সংখ্যাই বেশি। সেখানেই নবীন লেখকদের টেনে নিয়ে আসার ভাবনা রয়েছে সংস্থার। এর আগেও অনলাইনেই অণুকবিতা কনটেস্ট হয়েছিল মার্চ মাসে। এপ্রিল মাসের বিষয় ছিল এক লাইনের অণুকবিতা। তাতে বেশ সাড়া পড়েছিল লেখক ও পাঠক মহলে।
বেশ কিছু অনলাইনে আসা এক পংক্তির অণুকবিতা রীতিমতো আলোড়ন ফেলেছে একাধিক মহলে। এই পর্বের বিচারক ছিলেন কলকাতার বিশিষ্ট দুই কবি শুভদীপ রায় ও তীর্থঙ্কর মৈত্র। মার্চ মাসের এক তারিখ থেকে শুরু হওয়া সারা মাসব্যাপী ওই প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা করা হয় অনলাইনে। এই কর্মসূচি চলাকালীন নতুন লেখকদের সৃজন আলোকবর্তিকা নামে একটি বিভাগে অণুকবিতা পাঠে সরাসরি অনলাইনে অংশ নেন কবি লক্ষ্মী নন্দী, মনোনীত চক্রবর্তী, ত্রিপুরার কবি অমল কান্তি চন্দ, ও কলকাতার মধু মঙ্গল বিশ্বাস।এছাড়াও ওই বিভাগে অনুকবিতা পাঠিয়ে এই কর্মসূচিকে ঋদ্ধ করেন কলকাতার কবি তীর্থঙ্কর মৈত্র, জয়দীপ চট্টোপাধ্যায়, দেবাশীষ ভট্টাচার্য্য, সজল হালদার এবং অমিতাভ মৈত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584