নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত মেধা নির্বাচন পরীক্ষা ২০১৯ এর ফলাফল প্রকাশ করা হল। তৎসহ পুরস্কার প্রদান অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া ও শিক্ষা সামগ্রী প্রদান, দেওয়াল পত্রিকা” টার্গেট “, ম্যাগজিন “টার্গেট” উন্মোচন হল।
এদিনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আবদুল সোফি। জাতীয় পতাকা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন মেধা নির্বাচন পরীক্ষার ফলাফল প্রকাশ করেন সোসাইটির সহ সম্পাদক সাহাঙ্গির চৌধুরী।
আরও পড়ুনঃ পর্যটকদের জন্য ই-সাইকেল পরিষেবা চালু হলো বিষ্ণুপুরে
এর পাশাপাশি মেধা নির্বাচন পরীক্ষার নিয়ামক ছিলেন সেখ মহম্মদ ইমরান ও শেখ মইনুল ইসলাম। মেধা পরীক্ষার সর্বোচ্চ নম্বর প্রাপককে সার্টিফিকেট, রুপোর মেডেল, বই, পেন ,পাঁচশো টাকা পুরস্কারে পুরস্কৃত করা হয়।
এছাড়াও ১৮ জনকে দুশো পঞ্চাশ টাকা- , সার্টিফিকেট, বই, মেডেল দেওয়া হয়েছে। প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে এককালীন “টার্গেট স্কলারশিপ” ৬ জন দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের প্রদান করা হয়। ম্যাগাজিন “প্রগতি” এর উন্মোচন করেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা। এছাড়াও দেওয়াল পত্রিকা টার্গেট ও প্রকাশ করা হয়।
আরও পড়ুনঃ ‘স্বাস্থ্য সাথী প্রকল্পে’ পুনরায় নাম নথিভুক্তের কাজ শুরু ব্লক অফিসে
এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভার বিধায়ক শিউলি সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক উত্তমানন্দ ত্রিপাঠী, প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা ডব্লু,বি,টি,পি,টি,এ এর চেয়ারম্যান শ্যামপদ পাত্র, শিক্ষক নেতৃত্ব চিত্ত গড়াই, মুগবসান হক্কানিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক অসিত বরণ জানা প্রমুখ।
শিউলি সাহা জানান তিনি এই সংস্থা-র শ্রীবৃদ্ধি কামনা করেন। বিশ্ব দরবারে এই সোসাইটিকে আগামী দিনে দেখার বাসনা প্রকাশ করেন। বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব শ্যামপদ পাত্র তাঁর বক্তব্যে সমাজের সবার জন্য কাজ করে যাওয়া এই সংস্থাকে কুর্নিশ জানান।
আগামী দিনেও সংস্থা একই ভাবে এ কাজ করে যাবে বলে আশা ব্যাক্ত করেন। সকাল থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতাতে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বসে আঁকো প্রতিযোগিতাতে দুটো বিভাগে ও পাসিং দা বলে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এছাড়াও কবিতা আবৃত্তি প্রতিযোগিতাতেও অনেক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।
নৃত্য পরিবেশন করে একাধিক শিক্ষার্থী । সমাজসচেতনতার নাটক, বাল্য বিবাহের বিরুদ্ধে সংগঠিত হয়। বিখ্যাত সঙ্গীত শিল্পী মাতোয়ার মল্লিক তার সঙ্গীতের জাদুতে দর্শকের মাতিয়ে দেয়। সব শেষে হাসির পৌরাণিক নাটক “যমালয়ে জ্যান্ত মানুষ” পরিবেশিত হয়। নাটক ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পরার মত।
সমগ্র অনুষ্ঠানটি সুচারে ভাবে ও নিজস্ব সুললিত কণ্ঠে সঞ্চালনা করেন মনীষা রায়। অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম সমগ্র অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। সোসাইটির সভাপতি সেখ আব্দুল সোফি সকল অতিথিবৃন্দ, সদস্য ও অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন। অনুষ্ঠান ঘিরে এলাকায় বিপুল সাড়া পড়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584