সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ
উৎসবের মরসুমে গ্রাহকদের সামনে নানান সুযোগ সুবিধা নিয়ে হাজির হলো ইউ বি আই।ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া’র উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ ফেষ্টিভ লোন ধামাকা।এই বিশেষ লোন ধামাকায় বিভিন্ন ক্ষেত্রের লোনের সুবিধা নিতে এগিয়ে আসছেন ঋণগ্রহীতারা।গত ১৭ নভেম্বর মেদিনীপুর শহরের ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রীয় প্রবন্ধকের কার্যালয়ে লোন ধামাকার দ্বিতীয় পর্যায়ের সূচনা মূলক আনুষ্ঠানিক ঋণবণ্টন শিবির অনুষ্ঠিত হয় ।ঐ দিন প্রায় ৭০ জন ঋণ গ্রহীতাদের হাতে বিভিন্ন ক্ষেত্রের লোন তুলে দেন ব্যাংকের ক্ষেত্রীয় প্রবন্ধক কাঞ্চন চক্রবর্তী।
ঐ দিন ইউনাইটেড ব্যাংকের ক্ষেত্রীয় কার্যালয়ে একটি আমন্ত্রণমূলক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন ব্যাংক কর্তৃপক্ষ।ঋণগ্রহীতাদের মিষ্টিমুখ করিয়ে তাদের হাতে ঋণের অনুমোদনপত্র তুলে দেন ক্ষেত্রীয় প্রবন্ধক ।সঙ্গে তিনি প্রতিটি ঋণগ্রহীতার পাশে থাকার আশ্বাস দেন।আগামী দিনে ঋণ পেতে যাতে কোনপ্রকার অসুবিধা না হয় , ব্যাংক তার গণ্ডীর মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করে যাবে বলে তিনি আশ্বাস দেন।তিনি আরও বলেন ঋণগ্রাহকরা সঠিকভাবে ঋণ পরিশোধ করতে থাকলে আগামীদিনে ব্যাংক তাদের পাশে থাকবে এবং গ্রাহকদের কি করে আরও বেশি সুযোগসুবিধা দেওয়া যায় তা ভাবা হবে।তিনি প্রতিটি শাখার ব্যাংক ম্যানেজারকে ইউনাইটেড ব্যাংকের সঙ্গে আরও বেশি মাত্রায় জনসংযোগ গড়ে তোলার আহ্বান জানান।ব্যাংকের এধরনের সহযোগিতায় আপ্লুত উপস্থিত সকল ঋণগ্রহীতা। প্রত্যেকের সাথে ব্যাংক কর্তৃপক্ষ একাধিক বিষয় আলাপচারিতা করে ঋণ অনুমোদন পত্রটি আনুষ্ঠনিক ভাবে তুলে দিয়ে এক এক নতুন মেলবন্ধন তৈরি করলো ইউনাইটেড ব্যাংকের পশ্চিম মেদিনীপুর ক্ষেত্রীয় কার্যালয়।এই ফেস্টিভ লোন ধামাকা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানান কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584