অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে উপহার দিলেন বিদ্যালয়কে প্রাক্তন ছাত্র

0
90

পিয়ালী দাস,বীরভূমঃ

শিক্ষক দিবসের দিন শিক্ষকের কাছ থেকে উপহার পেল ছাত্ররা। নিজের সঞ্চিত অর্থ নিজেরই স্কুলে দান করলেন স্কুলের প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় ঘোষ।বিনয়বাবুর ইচ্ছে অনুযায়ী,ওই টাকার প্রাপ্য সুদের টাকা থেকে প্রতিবছর স্কুলের কৃতীদের পুরস্কৃত করা হবে। আজ শিক্ষক দিবসের একটি অনুষ্ঠানে এক লাখ টাকা দান করলেন তিনি।ঘটনাটি বীরভূমের মহুরাপুর উচ্চ বিদ্যালয়ের।

বিনয় ঘোষ।নিজস্ব চিত্র

মুরারই মহুরাপুর উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন বিনয়বাবু।পরবর্তী সময়ে ওই স্কুলেই শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি।কয়েকবছর স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকা পালন করেছিলেন। ছাত্রদের জন্য কিছু করার চিন্তাভাবনা থাকলেও স্কুলের তহবিলের কথা চিন্তা করে কিছু করতে পারেননি তিনি।কিন্তু তাঁর ইচ্ছা ছিল প্রতিবছর বার্ষিক পরীক্ষার মেধার বিচারে ক্লাসের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। আজ তার ছেলেবেলার ও প্রথম কর্মজীবনের স্কুলের জন্য এক লাখ টাকা দিলেন তিনি। এতদিনে ইচ্ছাপূরণ হওয়ায় খুশি বিনয়বাবু। খুশি স্কুলের বর্তমান শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা।
বিনয়বাবু বলেন,”আমার ইচ্ছে ছিল স্কুলের জন্য কিছু করার। অবসরের আগে তা করতে পারিনি। অবসর নেওয়ার পর একলাখ টাকা দান করলাম।এই টাকা থেকে পুরস্কৃত ছাত্রছাত্রীরা প্রেরণা পাবে।আগামীদিনে তারা আরও ভাল ফল করবে।তাতে স্কুলের সুনাম ও নতুন প্রজন্মের ভালো হবে।”

আরও পড়ুনঃ রাজ্য সরকারের সহযোগিতায় দিল্লি সরকারে ধোকড়ার চাহিদা ঊর্ধ্বমুখী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here