চন্ডিপুরে আত্মঘাতী চুক্তিভিত্তিক অবসরপ্রাপ্ত শিক্ষক

0
40

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

আর্থিক অনটনের কারণে আত্মহত্যা করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক, ঘটনাটি ঘটছে চন্ডিপুর থানার চৌখালি এলাকায় চৌখালি হাইস্কুলের ভোকেশনালের চুক্তভিত্তিক শিক্ষক ছিলেন তপন পট্টনায়েক। ২০০৫ সাল থেকেই চুক্তিভিত্তিক হিসেবে শিক্ষকতা করতেন চৌখালি হাইস্কুলে, প্রায় এক মাস আগে স্কুল থেকে অবসর হওয়ার পরেই আর্থিক অনটনে পড়েন তপনবাবু।

teacher suicide | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর কলকাতার শহীদ মিনারে বঞ্চিত বৃত্তিমূলক বিভাগের শিক্ষক, প্রশিক্ষক, নৈশপ্রহরী এবং নদেল কর্মচারীদের যৌথ আন্দোলন (বেতনবৃদ্ধি, সমকাজ সমবেতন, অবসরকারী ভাতা সহ মোট ১৫ দফা দাবিতে)-এ গত ১১ তারিখ থেকে আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তপন বাবু। আন্দোলন থেকে বাড়ি ফিরে অভাবের তাড়নায় ১২ তারিখ দুপুরে চৌখালি বাজার সংলগ্ন এলাকায় নিজের হোমিওপ্যাথি চেম্বারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তপন পট্টনায়েক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি সত্ত্বেও সেতু না হওয়ায় জরাজীর্ণ বাঁশের সাঁকোতে আগুন এলাকাবাসীর

প্রসঙ্গত তপনবাবুর ২ মেয়ে ১ ছেলে, এক মেয়ের বিয়ে হয়ে গেল ও অপর মেয়ে বিবাহ যোগ্য এবং ছেলে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করে, বাড়ির সমস্ত খরচ খরচা বহন না করতে পারায় মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নেন। বুধবার সকালে ময়না তদন্তের জন্য দেহ আনা হয় পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে,সেখানে সমদেবদনা জানান সহকর্মী ও বৃত্তিমূলক যৌথমঞ্চের সাথে যুক্ত কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here