বিদ্যালয়ের উন্নয়নে পঁচিশ হাজারের আর্থিক অনুদান অবসরপ্রাপ্ত শিক্ষকের

0
59

শ্যামল রায়, কালনাঃ

বুধবার মন্তেশ্বর ব্লকের সিজনা উজনা পঞ্চ পাড়া উচ্চ বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নের জন্য পঁচিশ হাজার টাকার চেক তুলে দিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার ঘোষ।

Panchapara High School | newsfront.co
প্রধান শিক্ষকের কার্যালয়। নিজস্ব চিত্র

এদিন পরিকাঠামোর উন্নয়নের জন্য অর্থ তুলে দিয়ে তপন কুমার ঘোষ জানান যে অবসর গ্রহণের পর থেকে তিনি এ যাবৎ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু করে বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ এবং গ্রন্থাগার তৈরি থেকে শুরু করে একাধিক উন্নয়নে কুড়ি লক্ষ টাকা দান করেছেন।

আরও পড়ুনঃ মহিষাদল বইমেলার উদ্বোধনে এসে পাঠককুলকে উৎসাহ দান শুভেন্দুর

আজ পর্যন্ত তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা করে যাচ্ছেন। পাশাপাশি মাঝে মধ্যেই বিদ্যালয়ে শিক্ষকতার কাজও করছেন তিনি।

এদিন তিনি ৫৯ জন মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে একটি করে কলম ও মিষ্টির প্যাকেট তুলে দেন। এছাড়াও ১০৫ মেধাবী গরীব ছাত্রছাত্রীদের হাতে বই এবং কলম-সহ বিভিন্ন ধরনের উপহার তুলে দিয়েছেন। এছাড়াও বিদ্যালয়ের ৭০০ ছাত্রছাত্রীকে এদিন মিড-ডে মিল হিসাবে নিজের খরচ থেকে মাংস-ভাত খাইয়েছেন।

এদিন বিদ্যালয় কক্ষে সংগীত পরিবেশন এবং আলোচনাসভাও অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব হালদার-সহ অন্যান্য শিক্ষক বন্ধুরা। অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার ঘোষ ২৫ হাজার টাকার একটি চেক তুলে দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব হালদারের হাতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here