অবসরপ্রাপ্ত শিক্ষক বিদ্যালয়ের উন্নয়নে অর্থদান করলেন

0
113

শ্যামল রায়,কালনাঃ

Retired teachers funded the development of the school
নিজস্ব চিত্র

বিদ্যালয়ে শিক্ষকতা করে অবসর নেওয়ার সাত বছর অতিক্রান্ত হয়ে গেলেও বিদ্যালয়ের উন্নয়নের জন্য অর্থ দান করা থেকে বিরত থাকেননি শিক্ষক ডঃ তপন ঘোষ। মন্তেশ্বর ব্লকের সিজনা উজনা পঞ্চ পাড়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা।ফের বিদ্যালয়ের উন্নয়নে লাইব্রেরির জন্য ২৫ হাজার টাকার চেক তুলে দিলেন শিক্ষক।
এদিন মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ চট্টোপাধ্যায়ের হাতে চেক তুলে দেন শিক্ষক তপন ঘোষ।

আরও পড়ুন: মাছ ও জাল সহ উদ্ধার যুবকের লাশ ঘিরে চাঞ্চল্য কালনায়

জানা গেছে এযাবৎকাল সাত লক্ষ টাকা বিদ্যালয়ের উন্নয়নে তিনি আর্থিক সাহায্য করেছেন।অবসরপ্রাপ্ত শিক্ষক তপন ঘোষ জানিয়েছেন যে তার ছোটবেলা থেকেই লক্ষ্য ছিল এলাকার মানুষের মধ্যে আরও বেশি করে শিক্ষা পৌঁছে দেওয়া। তাই ওই বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি করার পর থেকেই তিনি মাঝেমধ্যেই বিভিন্ন সময়ে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে অর্থ সাহায্য করে যাচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন যে তপনবাবুর আর্থিক সহযোগিতা আমাদের বিদ্যালয়ের বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে সাহায্য করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here