নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যেতে৷ জানা যায় যে বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে বেলদা ও নারায়ণগড় থেকে কলেজ পড়ুয়ারা গিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে বাড়ি ফিরতে একটু সন্ধ্যে হয়ে যায়৷ যে বাসটিতে করে গিয়েছিল শুভ্রজিত নাগরা সেটি ফেরার সময় মকরামপুরে থেমে যায়৷ তারপর সেখান থেকে মোটর বাইকে করে নারায়ণগড়ে বাড়ি ফিরছিল শুভ্রজিত৷ অভিযোগ বাড়ি ফেরার পথে তিনজন দুষ্কৃতকারি শুভ্রজিতের ওপর চড়াও হয়৷মদের বোতল দিয়ে তাকে মারধর করে ঘটনাস্থান থেকে চম্পট দেয় তারা৷ রাস্তার ধারের লোকেরা শুভ্রজিতকে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন৷ সাথে আসেন শুভ্রজিতে বন্ধুরাও৷
তারা জানান বিষয়টি৷তবে কে বা কারা এই আক্রমণ করলো এবং কি কারনে করলো তা এখনও অধরা৷অচৈতন্য অবস্থাতেই শুভ্রজিতকে মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসা শুরু করা হয়েছে৷ তবে শারিরীক অবস্থার অবনতি ঘটলে কলকাতায় স্থানান্তর করা হতে পারে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়৷আক্রান্ত শুভ্রজিত ভদ্রকালী গভর্ণমেন্ট কলেজের ইউনিট সভাপতি৷ ভূগোল আনার্সের তৃতীয় বর্ষের ছাত্র সে৷ ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584