পাশ-ফেল ফিরে আসুক চায় মাধ্যমিকে জেলায় সম্ভ্যাব্য প্রথম আবির

0
458

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: নিজে আশা করেনি ২০১৮ সালে মাধ্যমিকে জেলায় সম্ভ্যাব্য প্রথম  হবে আবির রায়। সংবাদ মাধ্যমের কাছে এই সংবাদ শুনে দৃশ্যতই আবেগবিহ্বল আবির জানালো সে ভবিষ্যতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায় । মুর্শিদাবাদের  জিয়াগঞ্জ  রাজা বিজয় সিংহ বিদ্যামন্দীরের এই কৃতি তাই বিজ্ঞান নিয়েই পড়াশোনা করবে। অঙ্ক ও জীবন বিজ্ঞানে একশ পাওয়া আবিরের স্কুলের সহ প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য্য

মা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে আবির। নিজস্ব চিত্র

বললেন “ আর কয়েকটা নম্বর বেশি পেলেই ছেলেটি রাজ্যে সম্ভ্যাব্য প্রথম দশের মধ্যে চলে আসত।“ আপশোষ ইংরেজীর নম্বর নিয়ে। ৬৭৫ নম্বর নিয়ে পাশ করলেও আবির চায় ফিরে আসুক পাশ ফেল প্রথা। কারণ জানতে চাওয়া হলে সে জানায় পাশ ফেল থাকলে পড়াশোনার মান বাড়ে। পড়বার আগ্রহ জন্মায়। একই মত মায়ের ও। যিনি ঐ স্কুলেরই পদার্থ বিজ্ঞানের শিক্ষিকা পাপিয়া রায় । তিনি মনে করেন শুধু মাত্র পঞ্চম থেকে অষ্টম নয় প্রয়োজন প্রাথমিক শ্রেণী থেকেই এই নিয়ম চালু করা।  আবিরের সাফল্যের পেছনে স্কুলের মাস্টারমশাইদের কেই কৃতিত্ব দিলেন জীববিদ্যার শিক্ষক বাবা রণজিৎ রায়।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here