মনিরুল হক, কোচবিহারঃ
লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গজুড়ে রীতিমতো ভরা ডুবি এবং গোটা রাজ্যে রাজনৈতিকভাবে ধাক্কা খায় তৃনমূল কংগ্রেস। আর সেই হারানো জমি ফিরে পেতেই এবার জনসংযোগ যাত্রাকেই হাতিয়ার করল তাঁরা। মঙ্গলবার কোচবিহার দক্ষিন বিধানসভা কেন্দ্রের চান্দামারিতে বিধায়ক মিহির গোস্বামীর নেতৃত্বে সংগঠিত হয় দিদিকে বলো কর্মসূচি।
এদিন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপ-প্রধান সহ দলছুট ১৫ জন পঞ্চায়েতের জন প্রতিনিধিরা ফের দলে ফিরে আসে বলে দাবী করেন তৃনমূলের স্থানীয় নেতৃত্ব।
এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক মিহির গোস্বামী। তিনি বলেন, বিজেপির প্রতি মানুষ মোহ ভঙ্গ হয়েছে। কোচবিহার কেন্দ্রে সামান্য ব্যবধানে জিতেই সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। আমাদের কিছু পঞ্চায়েত সদস্য রাতের অন্ধকারে বোমা বন্দুকের ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে গেলেও তারা ফের মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি আস্থা রেখেছেন।
আরও পড়ুনঃ দুই সন্তানের হাতে আক্রান্ত মা,অভিযোগ দায়ের থানায়
তৃনমূলের দাবী ওই গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা দলে ফিরে আসায় ফের চান্দামারি গ্রাম পঞ্চায়েত তাদের দখলে এসেছে। স্থানীয় দলীয় কর্মী ও ফিরে আসা জন প্রতিনিধিদের নিয়ে ওই এলাকায় একটি মিছিলও সংগঠিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584