ব্রিগেড থেকে ফেরার সময় ট্রেনে চাপা পড়ে তৃণমূল কর্মীর মৃত্যু

0
110

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Returning from the brigade Dead tmc workers
মৃত তৃণমূল কর্মী। নিজস্ব চিত্র

১৯শে জানুয়ারী ব্রিগেড সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে চাপতে গিয়ে শিয়ালদহ স্টেশনে ভীরের ধাক্কায় ট্রেনে চাপা পরে মৃত্যু হলো উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পূর্ব মাটিয়ারী গ্রামের তৃনমুল কর্মী মহম্মদ সোলেমানের।তৃনমুল কর্মীর মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Returning from the brigade Dead tmc workers 5
নিজস্ব চিত্র

পরিবার সুত্রে জানা গিয়েছে, ১৯শে জানুয়ারী কলকাতায় ব্রিগেড সমাবেশে যোগ দেবার জন্য পুর্ব মাটিয়ারী গ্রাম থেকে মহম্মদ সোলেমান সহ তিন জন তৃনমুল কর্মী ১৮ ই জানুয়ারী রাতে রওনা হন কলকাতার উদ্দেশ্য।সমাবেশ শেষ করে রাতে কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন ধরার জন্য প্লাটফর্মে যান।উত্তরবঙ্গ এক্সপ্রেসে ভীর থাকার জন্য সেই ট্রেনে না উঠে হাটেবাজারে এক্সপ্রেসে উঠতে গেলে লোকে ধাক্কায় হাটে বাজার এক্সপ্রেসে চাপা পরে যান।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় শিয়ালদহ স্টেশন জুড়ে।

Returning from the brigade Dead tmc workers 3
মোহাঃ ইসমাইল, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

ঘটনার খবর পেয়ে ছুটে আসে রেলপুলিশ।দীর্ঘক্ষন প্রচেষ্টায় প্লাটফর্মের কিছুটা অংশ কেটে মৃত অবস্থায় উদ্ধার করা হয় দেহ।এই মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও দলীয় নেতৃত্বের মধ্যে।মৃতের ছেলে সাহিদুর রহমান জানিয়েছে, “ব্রিগেড জনসভায় যোগ দিতে গিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে চাপা পরে মৃত্যু হয়েছে বাবার। দীর্ঘদিন ধরে তার বাবা তৃনমূল দলের সঙ্গে যুক্ত ছিলেন।দলকে খুব ভালোবাসতেন বলেই ব্রিগেড সমাবেশ যোগ দিতে গিয়েই মৃত্যু হলো।এক মাত্র সংসারে উপার্জন করতেন বাবা।”

Returning from the brigade Dead tmc workers 4
মৃতের ছেলে সাহিদুর রহমান। নিজস্ব চিত্র

তাদের সংসারে অনেকটায় ক্ষতি হলো।দল যাতে তাদের পরিবারের পাশে থাকে তারই আর্জি জানিয়েছেন।অন্য দিকে তৃনমূলের স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ গিয়াসুদ্দিন জানান, ২০১১ সাল থেকেই মৃত সোলেমান একনিষ্ট কর্মী ছিলেন।

Returning from the brigade Dead tmc workers 2
মোহাঃ গিয়াসউদ্দিন,পঞ্চায়েত সমিতির সদস্য। নিজস্ব চিত্র

বিভিন্ন মিটিং মিছিলে তিনি দলের হয়ে কাজ করতেন।তার মৃত্যুতে শোকস্তব্দ তাদের দল।তার মৃত্যুতে তাদের সংগঠনেরও অনেক ক্ষতি হলো।মৃতের পরিবারের পাশে তারা আছেন ও আগামী দিনেও থাকবেন।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে জঙ্গল থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত মৃতদেহ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here