ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
গত ৬ই জানুয়ারি কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসা পরিচালন কমিটি বনাম মোহাম্মদ রফিক মামলায় দেশের সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনকে বৈধ বলে ঘোষণা করে। সেই রায়ের পুনর্মূল্যায়নের আবেদনের শুনানি সম্পন্ন হয় বৃহস্পতিবার। শুক্রবার সেই পুনর্মূল্যায়নের আবেদন খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ্চ আদালত।
অন্যদিকে ৬ই জানুয়ারির সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে পূর্ব মেদিনীপুরের আবু সোহেল নামক এক ব্যক্তি পৃথক একটি জনস্বার্থ মামলা করে। এই মামলায় আবু সোহেলের হয়ে সওয়াল করেন আইনজীবী রাজীব ধাওয়ান। শুক্রবার জাস্টিস উদয় উমেশ ললিত ও জাস্টিস বিনীত সোরেনের বেঞ্চ এই মামলায় মাদ্রাসা সার্ভিস কমিশন ও কেন্দ্র সরকারকে নোটিশ পাঠায়।আগামী ২১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানী ।
পশ্চিমবঙ্গের সরকারি সাহায্য প্রাপ্ত মাদ্রাসাগুলোয় নিয়োগ ক্ষমতা কার হাতে থাকবে এই নিয়ে বিচারপতি জাস্টিস অরুণ মিশ্র ও জাস্টিস উদয় উমেশ ললিতের বেঞ্চ গত ৬ ই জানুয়ারি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইনকে বৈধ ঘোষণা করে। দুই বিচারপতি ঐদিনের রায়ে জানান যে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে একছত্র ক্ষমতা কেবলমাত্র সংশ্লিষ্ট সংখ্যালঘু প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে থাকতে পারে না। সেখানে নিয়োগের ক্ষেত্রে সরকারও হস্তক্ষেপ করতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584