জল সম্পদ বিভাগ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনর্জাগরণ সচেতনতামূলক অনুষ্ঠান

0
112

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

গঙ্গা কোন সরকারের নয়। গঙ্গা সবার এর দায়িত্ব আমাদেরই নিতে হবে।

Revival Awareness Program
নিজস্ব চিত্র

গঙ্গা শুধু বিশ্বাস নয় এক জীবন জীবিকা। আমরা বেশি সংখ্যক মানুষ গঙ্গা আশ্রিত আছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মিশনের সাথে সংযুক্ত হতে হবে।

Revival Awareness Program
নিজস্ব চিত্র

এইটা আমার আপনাদের কাছে আবেদন, বলেন গঙ্গাসাগর মন্ত্রী গজেন্দ্র সিং সাখাওয়াত।

Revival Awareness Program
নিজস্ব চিত্র

জল সম্পদ বিভাগ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনর্জাগরণ সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়।

Revival Awareness Program
নিজস্ব চিত্র

জল সংরক্ষণ প্রধানমন্ত্রীর বার্তা বহন করে আমরা এসেছি জনসংযোগ বাড়াচ্ছি বাংলায় যথেষ্ট সুচেতনা আছে তবু যত বেশি করে সম্ভব প্রচার অভিযান চালানো আর স্থানীয় ছাত্র-ছাত্রী, যুবক যুবতীদের যুক্ত করার চেষ্টা করছি, ১০ই অক্টোবর থেকে শুরু করেছি এই অভিযান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here