নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শুক্রবার ভোর থেকেই শুরু হবে জলদাপাড়া ন্যাশনাল পার্কে গন্ডার সুমারির কাজ। বন দপ্তরের উদ্যোগে তারই প্রশিক্ষন শিবির হল মাদারিহাটে।চার বছর পর আবার গন্ডার সুমারি শুরু হল।চলবে শুক্রবার এবং শনিবার দুই দিন।গন্ডার সুমারিতে গন্ডারের সংখ্যা জানার পাশাপাশি বিষ্ঠা থেকে ডি,এন,এ চিহ্নিত করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে।এই সুমারিতে বন কর্মচারী,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অংশ নেবে।
আরও পড়ুন: শীতের মরসুমে জলদাপাড়ায় পর্যটকদের ভিড়
কলকাতার বন্য প্রাণ সাথীর একটি দল সুমারিতে অংশ নিতে মাদারিহাটে পৌছে গেছে। বন্য প্রাণ সাথীর সমীরন চক্রবর্তী বলেন, কলকাতা থেকে তাদের ৬ জনের একটি দল এসেছে।তারা সুমারিতে বন দপ্তরের সাথে কাজ করবে।বন্যপ্রাণী বিভাগের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ জানান, ইতি মধ্যেই গোরু মারায় সুমারির কাজ শেষ হয়েছে।
শুক্র ও শনিবার দুই দিন সুমারির কাজ চলবে জলদা পাড়ায়।সুমারির কাজে ৫০ টি বেশি ইউনিট গঠন করে প্রশিক্ষণ দেওয়া হল।তবে এবার গন্ডারের বিষ্ঠা সংগ্রহ করে তার পরীক্ষা করা হবে।তিনি আরো জানান গতবারের রিপোর্ট অনুযায়ী জলদা পাড়ায় ২০৭ টি গন্ডার ছিল।এবারে সুমারি শেষ না হওয়া পর্যন্ত কিছুই সংখ্যা বিষয়ে কিছু বলা সম্ভব নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584