শ্যামল রায়,কালনাঃ
কৃষকদের থেকে ধান না কিনে রাইস মিলের কাছ থেকে ধান কিনে সরকারকে সরবরাহ করার অভিযোগ উঠলো নাদনঘাটের একটি সমবায়ের বিরুদ্ধে।এই রকমই অভিযোগ তুলে সোমবার গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ পত্র কালনা মহকুমা শাসকের কাছে জমা দেওয়া হয়।এর প্রতিলিপি মুখ্যমন্ত্রী ও জেলা শাসককেও পাঠানো হয়েছে বলে তারা জানান।পাশাপাশি এই ঘটনায় ওই অভিযোগে তৃণমূলেরই এক প্রভাবশালী নেতার নামও উঠে এসেছে। তিনি কৃষকদের নিয়ে এই সমবায় গঠন করলেও তাদের উৎপাদিত ধান কেনা হয়নি বলে অভিযোগ।সরকারি সহায়ক মূল্যে কৃষকদের থেকে ধান কেনার অঙ্গীকার করলেও ধান কেনা হয়েছে রাইস মিল থেকে।বাজারদর থেকে সামান্য বেশি দিয়ে সেই কেনা ধানই সরকারকে সরবরাহ করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেন।এই বিষয়ে কালনা মহকুমা শাসক নীতেশ ঢালি বলেন,‘এইরকম একটি অভিযোগ জমা পড়েছে।বিষয়টি খতিয়ে দেখা হবে।’
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নদীয়া সফরের হেলিকাপ্টার মহড়া দেখতে ভীড় উৎসাহীদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584