পিয়ালী দাস,বীরভূমঃ
হঠাৎই চাল মিলের বয়লার খুলে এসে পড়লো পাশের বাড়িতে।বয়লার খুলে আসার ফলে বাড়ির মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।দুর্ঘটনার ফলে মৃত্যু হয় এক মহিলার, আহত আরো একজন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সাঁইথিয়া থানার মদনপুর এলাকায়। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী সিউড়ি সাঁইথিয়া পথ অবরোধ করে।স্থানীয় সূত্রে জানা গেছে,আজ সকাল দশটা নাগাদ সাঁইথিয়ার মদনপুরের একটি চাল মিলের বয়লার হঠাৎই খুলে গিয়ে পাশের বাড়িতে প্রবেশ করে। যার ফলে পাশের বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় এবং ঘটনার জেরেই মৃত্যু হয় ওই বাড়ির এক মহিলার, আহত আরও একজন। এমনই অভিযোগ স্থানীয়দের।এরপর থেকেই ক্ষিপ্ত জনতা প্রথমে বিক্ষোভ দেখায় পরে সিউড়ি সাঁইথিয়া পথ অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।যদিও পরে দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত মহিলার নাম অঞ্জলি মন্ডল,আর গুরুতর আহত বাড়ির রোমা দেবী মন্ডল।
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, চাল মিলের ওই বয়লারটি খুলে এসে বাড়িতে পড়ার পর বিস্ফোরণ হয় বাড়ির গ্যাস সিলিন্ডার। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির দেওয়াল পর্যন্ত ভেঙে তছনছ করে দেয়।বাড়িতে এসে সময় উপস্থিত ছিলেন বউমা এবং শ্বাশুড়ি। ঘটনাস্থলেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় শ্বাশুড়ির।দুর্ঘটনার সময় বৌমা দেবী মন্ডল বাথরুমে স্নান করছিলেন।ওই বাথরুমটি ভেঙে যায় এবং তিনিও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।সাঁইথিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি গড়বেতায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584