মনিরুল হক, কোচবিহারঃ
সততার নজির রিক্সাচালকের। আর্থিক দৈন্যতা থাকলও কুড়িয়ে পাওয়া একটি স্মার্ট ফোন ফিরিয়ে দিল মালিকের হাতে। ঘটনা চক্রে হারিয়ে যাওয়া এই ফোনটির মালিক কোচবিহারের চিত্র সাংবাদিক অঞ্জন চক্রবর্তীর। তিনি বলেন, মঙ্গল বার খবর করার জন্য ব্যবসীয় সমিতির এক কর্মকর্তার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি, হঠাৎ করে তাঁর চলন্ত বাইকের মধ্যে মোবাইল ফোনটি পরে যায় শহরের ধর্মতলা মোড় এলাকায় ওই মোবাইল ফোনটি দেখতে পায় এক রিক্সাচালক। তাঁর নাম কেশব মালাকার, সে কোচবিহার ১নং ব্লকের পানিশালা এলাকার বাসিন্দা।
অঞ্জন বাবু জানান, ওই মোবাইলে তাঁর গুরুত্বপূর্ণ অনেক ছবি ও নথি ছিল, এগুলো না পাওয়া গেলে সংবাদিকতার কাজে ভীষণ অসুবিধা হত। তিনি আরও বলেন, আজকের এই সময়ও এখনও যে সৎ মানুষ রয়েছেন এ ঘটনা তা প্রমাণ করে। অঞ্জন বাবু কোচবিহার প্রেস ক্লাবের সভাপতি বটে।
যদিও রিক্সাচালক কেশব মালাকার বলেন, ঈশ্বর যা দিয়েছে তা দিয়ে আমরা দিন যাপন করি তাতেই আমাদের হয়ে যায়। আমার মনে হয়েছে এই ফোনটি অবশ্যই কারো গুরুত্বপূর্ণ সামগ্রী তাই উপযাজক হয়েই ফিরিয়ে দিয়েছি। সততা-অসততা এতো কিছু জানিনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584