সামাজিক কাজে রামকমলের নতুন নায়িকা

0
105

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

রিকশাওয়ালাদের রোজনামচা নিয়ে এবার বাংলায় একটি স্বল্প দৈর্ঘের ছবি বানাচ্ছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। সেদিক থেকে দেখতে গেলে এটি তাঁর প্রথম বাংলা ছবি৷ হিন্দি ছবিতেই হাত পাকিয়েছেন তিনি।
ওদিকে রামকমল মুখোপাধ্যায়ের এই ‘রিকশাওয়ালা’র মাধ্যমেই পর্দায় অভিষেক হতে চলেছে আন্তর্জাতিক স্তরে প্রশংসিত বিউটি কুইন সঙ্গীতা সিনহার।

actress | newsfront.co

ফ্যাশন দুনিয়ার সঙ্গীতা এই প্রথম পাড়ি দিলেন পর্দায়। ‘রিকশাওয়ালা’ ছবিটি মেলবোর্ন এবং মাদ্রিদে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে। সঙ্গীতা ‘অ্যাঞ্জেল নবজীবন ওয়েলফেয়ার সোসাইটি’র সঙ্গে যুক্ত, যা অনাথ ও অভাবী গর্ভবতী মহিলা এবং বৃদ্ধ ব্যক্তিদের জন্য কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি সঙ্গীতা মল্লিকবাজার এলাকায় বেশ কয়েকজন হ্যান্ড রিকশা চালকদের মধ্যে কম্বল, স্যানিটাইজার, মাস্ক বিতরণ করলেন সঙ্গীতা।

rickshawala | newsfront.co

সঙ্গীতা জানান- ” রিকশা চালকরা বেশিরভাগই ফুটপাথবাসী। ভেবেছিলাম শীতকালে তাদের কিছু কম্বল দেব। আর এই কোভিড মহামারীর কথা মাথায় রেখে ওদের সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করব। ইচ্ছেপূরণ হল। ওদের মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানালাম।”

film | newsfront.co

প্রসঙ্গত, সঙ্গীতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু শিরোনাম পেয়েছেন। যেমন ‘মিসেস এশিয়া গ্র্যান্ড ইউনিভার্স ২০১৯’, ‘মিসেস ইন্ডিয়া এশিয়া স্টাইল আইকন ২০১৯’, ‘এশিয়া গ্র্যান্ড ইউনিভার্স ইন্টারন্যাশনাল ফিলিপাইন ২০১৯’- এর সেরা পারফর্মার, ‘মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আর্থ ২০১৮’।

আরও পড়ুনঃ ডিজিটালে সম্পন্ন ‘বক্সার’-এর প্রিমিয়ার, চলছে স্ট্রিমিং

পেয়েছেন আরও অনেক খেতাব। সঙ্গীতা আরও জানান- ” রিকশাওয়ালা ছবিটি জীবনের কিছু অচিরাচরিত নায়কদের প্রতি শ্রদ্ধা জানায় যাদের আমাদের সমাজে সেই হিসেবে কোনও স্বীকৃতি নেই। এরা আমাদের সংস্কৃতির একটি অঙ্গ। তাই তাদেরকে কিছু দিতে পেরে খুব ভালো লাগছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here