নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার মোহন থমাস টুইটারে পোস্ট করেন একটি চিতা বাঘের ছবি। ছবিতে দেখা যাচ্ছে রাজকীয় ভঙ্গিতে একটি চিতা বাঘ বসে রয়েছে এক গাছের ডালে, তার সুঠাম নির্মেদ শরীর রয়েছে গাছের ডালে আর লেজ ঝুলছে ডালের নীচে। ছবিটি পোস্ট করে টুইটার ব্যবহারকারীদের উদ্দেশ্যে মোহন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ছবিতে ঠিক ক’টি চিতা বাঘ দৃশ্যমান একটি না দুটি? গাছের ডালে বসে থাকা চিতা বাঘ তো স্পষ্ট তাহলে অন্যটি কোথায়?
মোহন বলেছেন ছবিতে রয়েছে আরেকটি চিতা শাবক, খুঁজে বের করতে হবে তাকে। ব্যাস অমনি শোরগোল টুইটার জুড়ে, সবাই ব্যস্ত চিতা শাবক খুঁজতে। কয়েকজন বহু চেষ্টার পরে খুঁজে পেয়েছেন চিতা শাবকটিকে, সাথে সাথে তা জানিয়েও দিয়েছেন টুইটে। কেউবা আবার অনেক চেষ্টা করে খুঁজে পেয়েছেন শুধু লেজ, চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিতা শাবকটির মুখ খুঁজে বের করার। মোহন বলছেন ছবিতে রয়েছে চিতা শাবকের মুখও, শুধু একটু কষ্ট করে খুঁজে নিতে হবে।
নিঃসন্দেহে এই খোঁজ পর্ব বেশ কঠিন, তবে ক্যামেরার পিছনে থাকা মানুষটির কাজের চেয়েও কঠিন কি?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584