সুদীপ পাল,বর্ধমানঃ
নিতান্তই খেলার ছলে অন্ডালগামী ট্রেনে উঠে পড়েছিল এক নাবালিকা। দাঁড়িয়ে থাকা ট্রেনে উঠে পড়ে আপন মনেই খেলায় মেতেছিল সে। কখন ট্রেন ছেড়েছিল সেটুকু বুঝতে পারেনি নাবালিকা।
অবশেষে ট্রেন বর্ধমান আসানসোল শাখার অন্ডাল স্টেশনে এসে থামলে সেই নাবালিকা স্টেশনে নামে। অবশেষে রেল পুলিশ এই নাবালিকাকে দেখে তাকে উদ্ধার করে। নাম ঠিকানা জিজ্ঞাসা করলে অনেকক্ষণ ধাতস্থ হতে সময় নেয় সে। পরে রেলপুলিশ জানতে পারে ঘটিকাপুর বলে কোনও জায়গায় ট্রেনে চেপে সে খেলছিল, তখন ট্রেন ছেড়ে দেওয়ায় সে আর নামতে পারেনি।
আরও পড়ুনঃ চাকরির নাম করে প্রতারণা,গ্রেফতার ভুয়ো সংস্থার দুই কর্ণধার
রেলপুলিশের তরফে আসানসোলের স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যতদিন তার পরিবারের কোনও সন্ধান না পাওয়া যাচ্ছে ততদিন ওই নাবালিকাকে সেখানেই রাখা হবে। রেলপুলিশ নাবালিকার অভিভাবকের খোঁজ শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584