নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা

0
421

শ্যামল রায়,নদীয়াঃ

শনিবার ছিল নদীয়া জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাপতি নির্বাচন। জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যরা এদিন কৃষ্ণনগর জেলা পরিষদ সেমিনার হল ঘরে এসে উপস্থিত হন। আধিকারিকরা শপথ বাক্য পাঠ করান।
সকল সদস্যদের সম্মতিক্রমে সভাধিপতি নির্বাচিত হন রিক্তা কুন্ডু।সহকারি সভাধিপতি নির্বাচিত হয়েছেন দীপক বসু।
জানা গিয়েছে যে এবারে নদীয়া জেলা পরিষদের সভাধিপতি পদটি ছিল মহিলা সংরক্ষিত।
তাই রিক্তা কুন্ডু সভাধিপতি এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন দীপক বসু।
আরো জানা গিয়েছে যে নদীয়া জেলা পরিষদের সদস্য সংখ্যা ৪৭জন। দুটি আসন ভারতীয় জনতা পার্টির পেয়েছে। তাই এদিন নদীয়া জেলা পরিষদ গঠন করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিতে সভাধিপতি নির্বাচিত হয়েছেন রিক্তা কুন্ডু। সহ সভাধিপতি দীপক বসু।নবাগত সভাধিপতি রিক্তা কুন্ডু সকলের উদ্দেশ্যে বলেন তার একটাই কাজ হবে জেলা জুড়ে উন্নয়নের গতিকে আরও গতিশীল করা এবং বাকি কাজগুলো দ্রুত সমাধান করা।জেলার মানুষের জন্য উন্নয়নকে হাতিয়ার করেই এগিয়ে যাবেন আগামী দিন প্রতিশ্রুতি দিলেন এদিন তিনি।

আরও পড়ুন: ছাত্র ধর্মঘট থেকে রাস্তা অবরোধ প্রতিবাদে উত্তর দিনাজপুর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here