কারফিউ ঘিরে ভয়াবহ দাঙ্গা নেদারল্যান্ডসে

0
83

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা সংক্রমণ রুখতে নেদারল্যান্ডসে রাতের বেলায় কারফিউ জারি হয়েছে নতুন করে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ শনিবার ঘোষণা করে নেদারল্যান্ডসে সংক্রমণের নতুন ঢেউ আসন্ন এবং তা দ্রুত ছড়াবে।

Netherlands Riots | newsfront.co
জ্বলছে দাঙ্গার আগুন

এরপরই দেশজুড়ে রাতে কারফিউয়ের ঘোষণা করে সরকার। অন্যদিকে, লকডাউন অব্যাহত আছে। বার, রেস্তোরাঁ, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সব বন্ধ রয়েছে ডিসেম্বর থেকে। এই কারফিউ এর ফলে বীতশ্রদ্ধ মানুষজনের রাগ পরিণত হয় ভয়াবহ দাঙ্গায়। নেদারল্যান্ডস এর পুলিশ আধিকারিকদের মতে ৪০ বছরের মধ্যে ঘটা সবচেয়ে ভয়াবহ দাঙ্গা এটি।

করোনা সংক্রমনের কারণে নেদারল্যান্ডসের সব শহরে রাত ৯টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত কারফিউ জারি রয়েছে। কারফিউ ভাঙলে জরিমানা ৯৫ ইউরো। এ পর্যন্ত কয়েকশ’ মানুষকে জরিমানা করা হয়েছে। ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত কারফিউ বহাল থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম নেদারল্যান্ডসে রাতে কারফিউ জারি হয়েছে।

সোমবার রাতে রাজধানী হেগ, অ্যামস্টারডাম, রটারডামসহ নেদারল্যান্ডসের বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে রাস্তায় নামে। বেশ কয়েকটি দোকানে ভাংচুর চালায়, অগ্নিসংযোগ করে বেশ কিছু দোকানে। চলে লুটপাট। বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে দাঙ্গা।

আরও পড়ুনঃ এশিয়ার ‘মাদকসম্রাট’কে গ্রেফতার করল নেদারল্যান্ডস পুলিশ

বিক্ষোভকারীদের বেশিরভাগই তরুণ। তাদের দাবি, অবিলম্বে রাতের কারফিউ তুলে দিতে হবে, নাহলে এর পরিণতি হবে ভয়াবহ৷ সোমবার রাতে যারা তাণ্ডব চালিয়েছে তাদের বেশিরভাগেরই বয়স ১৩ থেকে ৩০-এর মধ্যে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।গ্রেপ্তার করা হয়েছে অন্তত ১৮৪ জনকে।

আরও পড়ুনঃ নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ রাশিয়ায়, গ্রেফতার কয়েক হাজার

এমনকি করোনা টেস্টিং সেন্টারে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এছাড়া কেএফসি-সহ আমস্টারডামের বেশ কয়েকটি দোকানে ভাংচুর চালায়। নেদারল্যান্ডসের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিভিন্ন শহরে দাঙ্গা ছড়ানোর উস্কানি দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ নামানো হয়েছে। মেয়র আহমেদ আবু তালেব জরুরি ডিক্রি জারি করেছেন। এই ডিক্রির ফলে পুলিশ বিশেষ ক্ষমতায় সহজেই কাউকে গ্রেপ্তার করতে পারবে।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে এই বিক্ষোভের নিন্দা জানিয়ে এটাকে ‘অপরাধমূলক সহিংস আচরণ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পুলিশ আধিকারিকরা এই ঘটনাকে ‘৪০ বছরের মধ্যে ভয়াবহ দাঙ্গা’ হিসেবে উল্লেখ করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here