স্পোর্টস ডেস্কঃ
শেষ হয়ে গেল মেসির বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বপ্ন- মনে হয় কোন অন্ধ মেসি ভক্তও এই উক্তির বিরোধিতা করার সাহস করবেন না।কালিয়ান এমব্যাপে নিজে মুখে একদা স্বীকার করেছিলেন যে রোনাল্ডো ছিলেন তার শৈশব কালীন হিরো। সেই রোনাল্ডো ভক্তের উত্থানেই মেসির বিদায়, বিদায় আর্জেন্টিনার।
এই বিশ্বকাপের এটাই হয়তো থেকে বড় ম্যাচ ছিল। আর এই বড় ম্যাচে আর্জেন্টিনাকে কার্যতঃ উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ফ্রান্সের ইয়ং ব্রিগেড।
ফ্রান্সের গতির কাছে অভিজ্ঞ আর্জেন্টিনা হার মানল।১৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গ্রিজমানের গোলে ফ্রান্স এগিয়ে যায়। ৪১ মিনিটের মাথায় ডি মারিয়া আর দুর্ধর্ষ গোলে আর্জেন্টিনাকে সমতায় ফেরান।হাফ টাইম অবধি স্কোর ছিল১-১।দ্বিতীয়য়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা এগিয়ে যায়।৪৮ মিনিটে মেসির শট মের্কাডোর পায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়৷ যদিও ১০ মিনিটের মধ্যেই গোল শোধ করে ফ্রান্স৷ তার পর ৬৪ আর ৬৮ মিনিটের মাথায় এমব্যাপের জোড়া গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।ইনজুরি টাইমে এগুয়ের একটি গোল শোধ করলেও তখন অনেক দেরি হয়ে গেছে।
মেসির পতনের দিনে উত্থান হল আর এক স্টারের কিলিয়ান এমব্যাপের।এমব্যাপে কমবয়সী প্রথম প্লেয়ার যিনি বিশ্বকাপে জোড়া গোল করেন ,১৯৯৮ এর ইংল্যান্ড এর মাইকেল আওয়েন এর পর।
(ছবি- সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584