অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ফের ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে স্লেজিং অধ্যায় শুরু হয়ে গেল। গতবার ২০১৮ সালের সফরে, ঋষভ পন্থকে উইকেটের পিছন থেকে ‘বেবিসিটার’ বলে খোঁচা দিয়েছিলেন অজি অধিনায়ক টিম পেইন। জবাবে পেইন ব্যাটিং করতে এলে পন্থ আবার তাঁকে ‘অস্থায়ী অধিনায়ক’ বলে খোঁচা দেন।
এবার মেলবোর্নেও স্লেজিং শুরু হল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ২৪তম ওভারে ওয়েড ২১ রানে ব্যাটিং করার সময়, বুমরাহের ডেলিভারিতে তিনি ডিফেন্স করেন। সতীর্থ বুমরাহকে তাতাতে এরপরই শব্দ করে জোরে হাসতে শুরু করেন পন্থ।
আরও পড়ুনঃ মেলবোর্নে জয়ের হাতছানি ভারতের
ভারতীয় উইকেট কিপারের হাসিতে, ওয়েড ঘুরে গিয়ে পন্থকে স্লেজ করেন। অজি বাঁ-হাতি পন্থকে বলেন, ‘তুমি সারাক্ষণ হেসে যাও! কিসে এত হাসি পাচ্ছে কে জানে! একবার বিগ স্ক্রিনে নিজেকে দেখছে? নিজেকে স্ক্রিনে দেখে তোমার কি হাসি পাচ্ছে? খারাপ লাগছে না তোমার!’ এখন দেখার স্লেজিং পর্ব এখানেই থামে না এর জল আরও অনেক দূর যায়!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584