অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ঋদ্ধি মান সাহার জায়গায় কেন তাকে টিম ম্যানেজমেন্ট দলে নিয়েছে সেটা দেখিয়ে দিলেন। আস্থার মর্যাদা দিলেন ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। তার ১৩৮ বলে ৮৯ রানের ইনিংসে ভর করে চতুর্থ টেস্টে গাব্বায় ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল ভারত।
সামনের থেকে দলকে টেনে নিয়ে গেলেন ম্যাচের সেরা হয়ে ঋষভ বলেন, ‘‘খুব খুশি লাগছে দলকে জেতাতে পেরে। এটা আমার জীবনে অন্যতম সেরা দিন। আমি যখন প্রথম একাদশে ছিলাম না তখনও দলের সকলের থেকে যে সাহায্য পেয়েছি সেটা অসাধারণ। আর দল আমাকে সুযোগ দিয়ে বিশ্বাস রেখেছে সেই কারণে দল কে ধন্যবাদ জানাই।”
আরও পড়ুনঃ পন্থের ব্যাটে অজি মেজাজে সিরিজ জয় ভারতের
প্রথম টেস্টে অ্যাডিলেডে লজ্জার হারের পর ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া সেই বিষয়ে পন্থ বলেন, ‘‘আমরা প্রথম টেস্টের পর অনুশীলনে জোর দিয়েছিলাম। টিম ম্যানেজমেন্ট সবসময় আমাদের পাশে থেকেছেন এবং আমায় ম্যাচ উইনার হিসেবে ম্যাচ জিতিয়ে আসতে বলেছেন। আমি সেটা করতে পেরে আমি খুব খুশি । সিডনি তে জেতাতে পারি নি খারাপ লেগেছিল এবার সফল হলাম। প্রথম ইনিংসে এমন সুন্দর ব্যাট করার জন্য শার্দুল আর সুন্দরকে ধন্যবাদ জানাই।’
আরও পড়ুনঃ ভারতীয় দলকে পাঁচ কোটি দেওয়ার ঘোষনা সৌরভের
নিজের ইনিংস নিয়ে বলেন, ‘‘আজ পঞ্চম দিন তাই বল ঘুরছিল। খেলা সহজ ছিল না। আমি ঠিক করেছিলাম আমায় বুঝে খেলতে হবে। সেটা করতে পেরে খুশি হলাম।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584