নদীয়ার উদীয়মান মহিলা লোকসঙ্গীত শিল্পী পলি দত্ত

0
183

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ

নদীয়া জেলার কালীগঞ্জ থানার ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের কাড়ালিয়া গ্রামে বাস করেন নদীয়া জেলার জনপ্রিয় বাউল ও লোকশিল্পী পলি দত্ত।

Poly Dutta | newsfront.co
পলি দত্ত। নিজস্ব চিত্র

পলি দত্ত বলেছেন, খুব ছোট বেলা থেকেই লোকসঙ্গীত আমার প্রিয়। প্রথমে আমার পিতা বাবুরাম দত্ত আমার বাউল গানের প্রতি ঝোঁক দেখে আমাকে বাউল ও লোকসঙ্গীত শিখাতে শুরু করে। সেই সময় কালিগঞ্জ থানা এলাকায় বাউল শিল্পী হিসেবে আমার বাবার সুনাম ছিল। তখন আমরা বয়স ছিল ৬/৭ বছর। সে প্রায় কুড়ি বছর আগের কথা। প্রথমে লোকসঙ্গীতের পাশাপাশি আধুনিক গানের চচা শুরু করি। ছোট বেলায় আধুনিক গানের বেশ জনপ্রিয় হয়ে ওঠে। পরে বাবার অনুপ্রেরণা বাউল গান শুরু করেন বলে জানায় পলি। বর্তমানে নদীয়া জেলা সহ রাজ্যের প্রায় সব জেলায় পলি দত্ত বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

অর্থনৈতিক কারনে এখনও প্রকাশ করতে পারেনি গানের অ্যালবাম। গড়ে তুলতে পারেনি উপযুক্ত বাসগৃহ। পলি দত্তের গানের সুর ও গানের কথা সঙ্গীত প্রিয় মানুষদের মুগ্ধ করে।

আরও পড়ুনঃ পুজোর আগে উপার্জনের তাগিদে জন্মাষ্টমীর পালাগানে কৃষ্ণ সাজে সুশান্তরা

উপযুক্ত পরিবেশ ও সহৃদয় মানুষের সহযোগিতা পেলে পলি একদিন হয় উঠবে সবার প্রিয় শিল্পী। পলি দত্ত বলেছেন গান শেখার জন্য আমাকে কাউকে সাহায্য করেনি। ফলে বিভিন্ন সময়ে অন্যের গান মুখস্থ করে সেই মত তাল ও কথা বলার চেষ্টা করি। পলি দত্ত বলেছেন বাউলকে সাথী করে আগামী দিনগুলো কাটাতে চায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here