রাত নামতেই ঝুঁকি নিয়ে চলছে টাঙ্গনের উপর যান চলাচল

0
59

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারীর টাঙ্গন সেতু। গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরের মাঝে সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সেতুটিতে দীর্ঘদিন যাবৎ পর্যাপ্ত আলো না থাকায়, চলছে ঝুঁকিপূর্ণ ভাবে যান চলাচল।

এলাকাবাসিদের অভিযোগ, বারবার প্রশাসনিক দফতরে অভিযোগ জানানো সত্ত্বেও এই সেতুটির বাতি মেরামতের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে রাত নামলেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তাঁরা।

the risky traffic on road | newsfront.co
নিজস্ব জেলা

প্রসঙ্গত, দুই বছর পূর্বে বুনিয়াদপুর পৌরসভা নির্মাণের পর পৌরসভার পক্ষ থেকে সেতুর উপর কিছু এলইডি বাল্ব স্থাপন করা হলেও তার স্থায়িত্ব বেশি দিন হয়নি। পরবর্তীতে বহুদিন কেটে গেলেও অন্ধকার সেতুর বাতি জ্বালাতে আগ্রহ দেখায়নি কেউই।

the risky traffic on road | newsfront.co
নিজস্ব জেলা

আরও পড়ুনঃ দু’দিনের বৃষ্টিতে লালগোলার বাসুমাটি বাঁধের অবস্থা সঙ্কটজনক

এ বিষয়ে পথ চলতি তপন ভৌমিক বলেন, “আমাদের চলাচলের বহুদিন ধরেই খুব সমস্যা হচ্ছে। ব্রিজের বেশির ভাগ লাইট বহুদিন ধরে বিকল হয়ে আছে।

বিগত দিনে বার বার দুর্ঘটনা ঘটেছে তা সত্ত্বেও প্রশাসনের কোনো হেলদোল নেই। রাত নামলেই জীবনের ঝুঁকি নিয়ে টাঙ্গন সেতুর উপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছি। আমরা চাই অতি শীঘ্রই লাইটগুলো মেরামত করে টাঙ্গন ব্রিজে আলোর ব্যবস্থা করা হোক।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here