ভিড় ট্রেনে প্রতিদিন চলে ঝুঁকিপূর্ণ যাতায়াত

0
67

সুদীপ পাল,বর্ধমানঃ

ফুটব্রিজের সম্প্রসারণ হয়নি তা নয়।স্টেশনে তিল ধারণের জায়গা নেই তাও নয় তবুও ট্রেনের খবর হলে প্ল্যাটফর্ম থেকে নেমে লাইন এর উল্টো দিকে গিয়ে ট্রেনে চাপা এটাই নিয়মিত অভ্যাস করে ফেলেছেন বর্ধমান স্টেশনের কিছু যাত্রী। অনেকেই অভিযোগ করে বলছেন, এই বিষয়টি রেল পুলিশ নিয়মিত দেখে।তবু এর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা তাঁরা নিচ্ছেন না।সরেজমিনে বর্ধমান স্টেশনে গিয়ে দেখা গেল, বর্ধমান থেকে আসানসোলগামী লোকাল এর খবর হতেই একদল যাত্রী প্ল্যাটফর্ম থেকে নেমে দুটি লাইনের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। অর্থাৎ সাধারণভাবে যাত্রীরা প্ল্যাটফর্ম থেকে যে দিকে ট্রেনে উঠবেন সেটা না হয়ে তাঁরা উঠবেন উল্টো দিক থেকে।

নিজস্ব চিত্র

বিষয়টি দেখে রানীগঞ্জের সুতপা ঘোষ বলেন, এতে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল,তার কারণ একটি লাইনে যখন এই লোকাল ট্রেন আসছে অন্য লাইনটিতে এক্সপ্রেস বা অন্য কোন ট্রেন আসবে।সেই দিকে যাত্রীর কোন খেয়ালই থাকবে না। তাছাড়া এই বিষয়টিও সম্পূর্ণ বেআইনি।কেন এর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না সে প্রশ্ন তুলছেন অনেকে। উল্টো দিক থেকে ওঠা এক যাত্রী কুড়ি বছরের যুবক গলসির বাসিন্দা রুদ্র ভট্টাচার্য্য বলেন, “আসলে এই লোকাল এ খুব ভিড় হয়। প্ল্যাটফর্মের দিক থেকে উঠলে জায়গা পাওয়া যায় না।তাই উল্টো দিক থেকেই উঠি যাতে সিট পাওয়া যায়।” রেল কর্তৃপক্ষকে জানান হলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় গ্রেফতার গবাদি পশু পাচার চক্রের পান্ডা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here