নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর এবার বায়োপিকে বন্দি হতে চলেছেন মহানায়ক উত্তম কুমার। তাঁর জীবনচরিত রিলে বন্দি করার দায়িত্ব কাঁধে নিয়েছেন পরিচালক অতনু বসু। অতনু বসু নয় নয় করে ৩০ টি বসন্ত পার করেছেন ইন্ডাস্ট্রিতে। তাঁর পরিচালিত ছবির সংখ্যা নেহাত কম নয়। সেদিক থেকে দেখতে গেলে পরিচালকের এটি ২৭ তম ছবি।
মহানায়কের বায়োপিকে মহানায়িকার ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। শোনা যাচ্ছে গৌরীদেবীর ভূমিকায় থাকবেন শ্রাবন্তী।

তবে, খোদ মহানায়কের ভূমিকায় কাকে দেখা যাবে তা জানা যায়নি এখনও। সূত্রের খবর অনুযায়ী ২০২১-এর অন্যতম বিগ বাজেটের ছবি হতে চলেছে এটি।
আরও পড়ুনঃ ‘A বং পজিটিভ’-এর ‘রং মশাল’ জ্বলবে শীঘ্রই
প্রায় ৭০ জন অভিনেতাকে কাজ করতে দেখা যাবে এই ছবিতে৷ সুতরাং কে থাকবে না এই ছবিতে?– এটাই লাখ টাকার প্রশ্ন। ছবির প্রযোজক মুম্বইয়ের একটি প্রযোজনা সংস্থা। খুব শীঘ্রই ছবির নাম ও কারা থাকছেন বিভিন্ন চরিত্রে তা জানা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584