মোহনা বিশ্বাস, কলকাতাঃ
আপনার কাছে কি ‘ল্যাদ’ অ্যাপ আছে? অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর কাছে পেয়ে যাবেন এই অ্যাপ। ১১ জানুয়ারি ইউটিউবে মুক্তি পেয়েছে ঋত্বিক চক্রবর্তী অভিনীত মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘ল্যাদ’। ছবিটি পরিচালনা করেছেন প্রদীপ্ত ভট্টাচার্য। ছবির চিত্রনাট্য রচনা ও সম্পাদনাও তাঁর।
প্রতিদিন কর্মব্যস্ত জীবন ও সাংসারিক জীবনকে একসাথে নিয়ে চলতে হিমশিম খাওয়া মধ্যবিত্ত বাঙালীর কথাই উঠে এসেছে এই ছবিতে।
একদিকে অফিসের খিটখিটে বসের চাপ আর অন্যদিকে স্ত্রীর ঝাঁঝভরা কথায় নাজেহাল কিঙ্কর। ২৪ ঘণ্টা কাজ করে চলেছেন তিনি, দুপক্ষকে খুশি করতে। এই চাপ আর নেওয়া সম্ভব হচ্ছে না তার পক্ষে। এসব কিছু থেকে বিরত থাকতে চান তিনি।
ভিডিও সৌজন্যঃ আইস মিডিয়া ল্যাব
এমন সময় অফিসে তার টেবিলে রাখা ট্যাবলয়েডে হাজির হন ভুতের রাজা। ভুতের রাজাকে স্বচক্ষে দেখা মাত্রই বর চেয়ে বসেন কিঙ্কর। বর হিসাবে ভুতের রাজা তাকে দিলেন ‘ল্যাদ’। আর ‘ল্যাদ’ পেয়ে কিঙ্করের কি হল তা জানতে হলে অবশ্যই দেখতে হবে মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘ল্যাদ’।
ছবিতে কিঙ্করের ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। পুরো ছবিটিই তৈরি হয়েছে ক্রোমাশুটে। টুডি, থ্রিডি, স্টপমোশন রয়েছে ‘ল্যাদ’-এ।
আরও পড়ুনঃ কাকার বিয়েতে সবার আমন্ত্রণ দেবের তরফে
এই মিউজিক্যাল শর্ট ফিল্মে অনির্বাণ, অজয় দাসের কথায় ও মিউজিকে গান গেয়েছেন দিব্যেন্দু মুখার্জী। ‘ল্যাদ’-এর অ্যানিমেশন বানিয়েছেন অমিত কুমার বাগচী। ‘ল্যাদ’-কে দুটি অংশে ভাগ করেছেন তিনি। প্রথম অংশটি তৈরি হয়েছে সাদা-কালো, থ্রিডি-তে। দ্বিতীয় অংশটি টুডি স্টপমোশনে তৈরি রঙিন ছবি।
এই ছবির সহ-পরিচালক অরুনাভ মিত্র। ছবির সিনেমাটোগ্রাফি করেছেন রানা প্রতাপ। ছবির কার্যনির্বাহী প্রযোজক সৌমেন মিত্র। সম্প্রতি শহরের এক অভিজাত শপিং মলে হয়ে গেল মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘ল্যাদ’-এর সাংবাদিক সম্মেলন।
এ দিন এই সম্মেলনে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন ঋত্বিক চক্রবর্তী, প্রদীপ্ত ভট্টাচার্য, অমিত কুমার বাগচী, রাহুল অরুণোদয় ব্যানার্জি, অনন্যা চ্যাটার্জী, অনিন্দ্য বসু, দিব্যেন্দু মুখার্জি-সহ অন্যান্যরা। সবমিলিয়ে একঝাঁক তারকার উপস্থিতিতে জমাজমাট ছিল এ দিনের এই সাংবাদিক সম্মেলন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584