হারিয়ে যাচ্ছে নদী, সাংবাদিক সম্মেলনে নদী বাঁচাও কমিটি

0
52

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

পশ্চিমবঙ্গে ২৬টি নদীর কোন হদিস নেই।নদী থাকলেও তা রায়তি সম্পত্তি হয়ে গেছে।কি করে এটা সম্ভব,কেমন করে এতগুলি নদী ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হল তার জবাব রাজ্য সরকারকে দিতে হবে।

River Bachao Committee
নিজস্ব চিত্র

রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জোরালো দাবি জানালো রাজ্য নদী বাঁচাও কমিটির সবুজ মঞ্চের সম্পাদক নব দত্ত।তিনি বলেন রাজ্যের সমস্ত নদীগুলো যে ভাবে বিলীন হয়ে যাচ্ছে তার ফলে খুব শীঘ্রই তীব্র জল সঙ্কটে রাজ্যের মানুষদের পড়তে হবে।অবিলম্বে উত্তর দিনাজপুর জেলার শ্রীমতি,কুলিক,নাগর,দক্ষিণ দিনাজপুর জেলার পুনর্ভবা,আত্রেয়ী,টাঙ্গন নদী সহ দক্ষিণবঙ্গের নদী সংস্কারের কাজে সরকারকে কাজ করতে হবে বলে নব বাবু দাবি করেন।রাজ্য নদী বাঁচাও সবুজ মঞ্চের আহ্বায়ক তুহিন শুভ্র মন্ডল বলেন নদী সরকারি সম্পত্তি হলেও অনেক নদীর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছেনা।নদী বাঁচলে মানুষ বাঁচবে।তাই সরকারকে অবিলম্বে নদী সংস্কারের কাজে হাত দিয়ে নদীর জীবন পুনরায় ফিরিয়ে আনার দাবি জানান তুহিন শুভ্র মন্ডল।

আরও পড়ুনঃ কৃতি পড়ুয়াদের সংবর্ধনা

তিনি বলেন,তারা সমগ্র উত্তরবঙ্গের নদী গুলির অবস্থা সরেজমিনে দেখে তাদের মনে হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার কেউ তাদের দায় দায়িত্ব পালন না করার কারণেই কিছু সুবিধাভোগী মানুষ তাদের ইচ্ছামত সরকারি নদীগুলোকে নিজের সমত্তিতে পরিণত করতে পেরেছে সরকারি প্রশাসনের প্রচ্ছন্ন মদতে।যার ফলে পরিবেশ দূষণ হচ্ছে,জল সঙ্কট দেখা দিয়েছে।এসবের হাত থেকে মুক্তি পেতে সাধারণ মানুষকেও যেমন এগিয়ে আসতে হবে ঠিক একই ভাবে সরকারকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানান।আগামী আগস্ট মাসে কলকাতায় ও সেপ্টেম্বর মাসে উত্তরকন্যায় রাজ্য ও উত্তরবঙ্গ ব্যাপী সভা ডাকার ব্যবস্থা করবেন বলে জানান।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক স্বপন ব্রহ্ম ও প্রসূন দাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here