নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
সামুদ্রিক ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী বিভিন্ন এলাকায়।ইয়াসের প্রভাব এবং ভরা কোটালের জোড়া ধাক্কায় প্লাবিত হয়েছে হলদি নদীতীরবর্তী এলাকাগুলি।
পূর্ব মেদিনীপুর জেলার হলদি নদীর তীরে বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙার জন্য নদী তীরবর্তী গ্রামগুলি পুরো ভেসে গেছে। মানুষ এক কাপড়ে বাড়ি ছেড়ে আশ্রয়ের জন্য বেরিয়ে পড়েছেন।
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটা ব্লকের অন্তর্গত রায়চক, ঝিকুরখালি, শালুকখালি, পার্বতিপুর, রূপনারায়নচক, এরিয়াখালি, বাঁশখানা, রামগোপাল চক, বালুঘাটা, রাজার চক , রামগোপাল চক , রায়রা চক সহ একাধিক গ্রাম ভেসে গিয়েছে।ভেঙ্গে পড়েছে অসংখ্য মাটির বাড়ি।
আরও পড়ুনঃ রূপনারায়ন নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে তমলুক শহরে
গরু-ছাগল সহ অন্যান্য হাজার হাজার গৃহপালিত পশু মারা পড়েছে। সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে চলছে ত্রাণ শিবির। প্রশাসনের তরফে চলছে উদ্ধার কাজ। কাশিপুর প্রাইমারি স্কুলে ও পার্বতীপুর পতীত পাবনী হাই স্কুলে সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584