ইয়াসের দাপটে হলদি নদীর বাঁধ ভেঙে হলদিয়ায় প্লাবিত একাধিক গ্রাম

0
144

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

সামুদ্রিক ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী বিভিন্ন এলাকায়।ইয়াসের প্রভাব এবং ভরা কোটালের জোড়া ধাক্কায় প্লাবিত হয়েছে হলদি নদীতীরবর্তী এলাকাগুলি।

river bank break | newsfr
জলোচ্ছাস। নিজস্ব চিত্র
cyclone
নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার হলদি নদীর তীরে বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙার জন্য নদী তীরবর্তী গ্রামগুলি পুরো ভেসে গেছে। মানুষ এক কাপড়ে বাড়ি ছেড়ে আশ্রয়ের জন্য বেরিয়ে পড়েছেন।

flooded | newsfront.co
নিজস্ব চিত্র
haldia | newsfront.co
প্লাবিত এলাকা। নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটা ব্লকের অন্তর্গত রায়চক, ঝিকুরখালি, শালুকখালি, পার্বতিপুর, রূপনারায়নচক, এরিয়াখালি, বাঁশখানা, রামগোপাল চক, বালুঘাটা, রাজার চক , রামগোপাল চক , রায়রা চক সহ একাধিক গ্রাম ভেসে গিয়েছে।ভেঙ্গে পড়েছে অসংখ্য মাটির বাড়ি।

water in house | newsfront.co
বাড়ির মধ্যে জল ঢুকেছে। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রূপনারায়ন নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে তমলুক শহরে

গরু-ছাগল সহ অন্যান্য হাজার হাজার গৃহপালিত পশু মারা পড়েছে। সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে চলছে ত্রাণ শিবির। প্রশাসনের তরফে চলছে উদ্ধার কাজ। কাশিপুর প্রাইমারি স্কুলে ও পার্বতীপুর পতীত পাবনী হাই স্কুলে সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here