নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের ফরাক্কা হোসেনপুরচরের বাসিন্দাদের অবস্থা এখন যাযাবরের মতো। জমি ভিটা থাকতেও তাদেরকে চলে যেতে হচ্ছে অন্যত্র। বর্ষা আসতে না আসতেই গঙ্গা ভাঙনের কবলে পড়েছে ফরাক্কা হোসেনপুরচর। একের পর এক জমি চলে যাচ্ছে নদীর গর্ভে।
১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত চারটি গ্রাম চলে গেছে গঙ্গায়। কিছুদিন ধরে শুরু হয়েছে ফরাক্কা হোসেনপুরচরের গঙ্গা ভাঙন। গঙ্গায় ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে এলাকাবাসীরা। বাড়ি ঘর যাতে গঙ্গার জলে তলিয়ে না যায়, সেজন্য এলাকাবাসীরা অন্যত্র চলে যেতে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ‘গত বছরের তুলনায় এই বছর অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে গঙ্গার ভাঙন। যেখান থেকে গঙ্গা ভাঙন শুরু করেছে, সেই কুলিডিয়ারচরে গঙ্গার ভাঙন রোধ করার জন্য বালির বস্তা ফেলা শুরু হয়েছে সেচ দফতরের তরফে।
আরও পড়ুনঃ বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক এবার করোনা আক্রান্ত
ফরাক্কা ব্যারেজের তরফ থেকে এখনো হোসেনপুরচরে গঙ্গা ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যেই প্রধান রাস্তা গঙ্গার জলে তলিয়ে গেছে। সেচ দপ্তর তরফ থেকে কাজ শুরু হলেও কতদিনে গঙ্গা ভাঙন ঠেকানো যাবে তা নিয়ে সংশয়ে গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584