সুদীপ পাল,বর্ধমানঃ
ভয়ে ভয়ে দিন কাটে।সে ভয় ক্রমশ বেড়েই চলেছে।একটু একটু করে গ্রামের রাস্তা তলিয়ে যাচ্ছে দামোদরের গর্ভে।গ্রামবাসীরা আতঙ্কে ভুগছেন এমনি করেই আস্তে আস্তে গোটা গ্রামটিও দামোদরের গর্ভে বিলীন হবে। দক্ষিণ দামোদর অঞ্চলের বামুনিয়া, হিজলনা সহ একাধিক গ্রামের বাসিন্দাদের আতঙ্ক এখন নিত্যসঙ্গী। গ্রামবাসীরা মূলত কৃষি নির্ভর। জনসংখ্যা কয়েক হাজার। গ্রামগুলি নিয়মিত প্লাবিত হত দামোদরের বন্যা এলেই।বাঁধ দেওয়ার পরে সে প্রকোপ কিছুটা কমেছে কিন্তু দেখা যাচ্ছে গ্রামের রাস্তা ধীরে ধীরে নদীর তলায় চলে যাচ্ছে।
নদীর গতিপথ পরিবর্তন করে ক্রমশই গ্রামের দিকে ঢুকে আসছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অবৈধ ভাবে বালি তোলার জন্যই এমনটা হচ্ছে। বর্ধমানের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অবৈধভাবে বালি তোলার ফলে একদিকে যেমন রাজস্ব খাতে সরকার কোন টাকায় পাচ্ছে না অন্যদিকে বেআইনি কারবারের রমরমা বেড়ে চলেছে। তাছাড়া বালি তোলার ফলে বাঁধের স্বাস্থ্য পরীক্ষাও প্রয়োজন হয়ে পড়ছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বলেন, নদী তীরবর্তী অঞ্চল গুলির ভাঙ্গন পরিস্থিতির দিকে প্রশাসনের সতর্ক দৃষ্টি রয়েছে সব সময়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584