শ্যামল রায় বর্ধমানঃ ভোট আসে ভোট যায় কিন্তু রাজনৈতিক দলের নেতাদের নানান প্রতিশ্রুতি বাস্তবে রূপায়িত হয় না এমনটাই অভিযোগ বর্ধমানের জামালপুরের গ্রামবাসীদের। তাই আসন্ন পঞ্চায়েত ভোটের আগে কাঁচা রাস্তা পাকা করার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার মেরে দিয়েছে গ্রামবাসীরা। জামালপুর বিধানসভার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েতের ভজনপুর গ্রামের সাল মুল পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সংস্কার করা হয়নি।এই রাস্তাটি বাদশাহী রাস্তা হিসেবে সকলের কাছে পরিচিতি। জানা গিয়েছে যে বাদশাহী রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অর্থ বরাদ্দ হলেও আজও কাজ শুরু হয়নি। অথচ জামালপুর বিধানসভার অন্তর্গত ফাইজলামি নাকি বাদশাহী রোড হয়ে দুই নম্বর জাতীয় সড়কের সাথে যুক্ত হয়েছে। রাস্তাটি গুরুত্ব অপরিসীম কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল কাঁচা রাস্তা পাকা রাস্তা করার দাবিতে সরব হলেও স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা উদাসীন থেকেই গেছে। তাই আগে রাস্তা তারপর ভোট এরকম পোস্টার ফেলে দিয়েছে গ্রামে গ্রামে।শাল মূল গ্রামের বাসিন্দা বিমল বিশ্বাস তপতী সাহা অশ্বিনী সরদার প্রমুখের দাবি যে, “দীর্ঘদিন ধরে এই রাস্তাটি সংস্কার না করায় আমাদের যাতায়াত করতে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের ও স্বাস্থ্য কেন্দ্রে যাবার পথে চরম সমস্যার মধ্যে পড়তে হয়। অথচ এই রাস্তাতেই রয়েছে মেমারি স্বাস্থ্য কেন্দ্রসহ অফিস-আদালত এবং স্কুল-কলেজ।
তাই এলাকায় পাকা রাস্তার দাবিতে সরব হয়েছি। রাস্তা না করে কোনোভাবেই ভোট হবে না”। বিডিও সুব্রত মাজী জানিয়েছেন যে,” বিষয়টি আমরা জেনেছি, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত গ্রামের সমস্যা মেটানোর চেষ্টা করছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584