ভাস্কর ঘোষ, মুর্শিদাবাদ: আগে যাত্রী তোলাকে কেন্দ্র করে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ট্রেকার। রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুরের কাছে বহরমপুর – হরিহরপাড়া রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে।
ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে কুড়ি জন। তাদের প্রত্যেককে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, মৃত মহিলার নাম আজিফা বিবি (৩৩)। নদীয়া জেলার তেহট্ট এলাকায় তাঁর বাড়ি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছ পুলিশ। দুঘর্টনাগ্রস্থ ট্রেকারটিকে আটক করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে হরিহরপাড়া থেকে বহরমপুর আসছিল দুটি ট্রেকার -কে আগে প্যাসেঞ্জার তুলবে এই নিয়ে তারা নিজেদের মধ্যে রেষারেষি শুরু করে। একে অপরকে টেক্কা দিতে থাকে দুটি ট্রেকার। খিদিরপুর এলাকায় একটি ট্রেকার নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ঘটনাস্থলেই মারা যান বছর তেত্রিশের আজিফা বিবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584