সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার আইরা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক সাইকেল আরোহী। সাইকেল-আরোহী রাস্তা পার হওয়ার সময় বহরমপুর থেকে আসা একটি ১২ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে ও তারপর সাইকেলে ধাক্কা মারে। সাইকেল আরোহী কোন রকমের ছুটে গিয়ে প্রাণ বাঁচান।
ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ গাড়ির ড্রাইভার ও খালাসী কে পুলিশকর্মীরা বোঝান যে গাড়ি চালানোর সময় সর্বদা খেয়াল রাখা উচিত যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনাগুলির অনেকটাই আটকানো যায় গাড়ির চালকেরা যদি সচেতন হন। তাঁরা বলেন, দীর্ঘক্ষণ গাড়ি চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়া খুব স্বাভাবিক। সেক্ষেত্রে প্রয়োজন হলে নিকটবর্তী কোন ধাবায় গাড়ি থামিয়ে দু’ঘণ্টা বিশ্রাম নিলে ফের সতেজ লাগবে, ক্লান্তি থাকবে না। এবং এড়ানো যাবে দুর্ঘটনাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584