কার্তিক গুহ,ঝাড়গ্রামঃ
পাশের রাজ্য বিহার থেকে বাংলায় আসছিল এগারো জন শ্রমিক রিলায়েন্স জিও ফাইবারের কেবেলের কাজ করার জন্য।এই রাজ্যে ঢোকার পর ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের জামতোলগড়ার সামনে গাড়িটি নিমন্ত্রন হারিয়ে পাল্টি খায়।ঘটনাস্থলে মারা যায় এক শ্রমিক।নাম মহম্মদ বাসির(২৬)। বিহারের মধুমনী জেলার বাসিন্দা স্থানীয় মানুষজন আহত ১০জন কে উদ্ধার করে বেলপাহাড়ি হাসপাতালে নিয়ে আসে।
আহতদের আশঙ্কা জনক অবস্থায় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এই আহতদের মধ্যে তিনজন বর্তমানে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন আছে।বাকি আহত দের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়।আহতরা জানান আমরা আসছিলাম হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যায় গাড়িটি তারপর পাল্টি খায়,আমরা ফোনের কেবল মাটিতে ঢোকানোর কাজ করতে আসছিলাম বাংলায়। কিন্তু কি হয়ে গেল আমাদের একজন শ্রমিক মারা গেল।ঘটনাস্থলে পৌঁছেছে বেলপাহাড়ি থানার পুলিশ।
আরও পড়ুনঃ সেবকের মংপুতে ধ্বস,শিলিগুড়ি ডুয়ার্সের যোগাযোগ বিচ্ছিন্ন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584