শ্যামল রায়,নদীয়াঃ
সোমবার সকালে নদীয়ার নাকাশি পাড়ার থানার অন্তর্গত গাছা বাজার এর কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে দুই পুলিশকর্মী সহ তিনজনের। আহত হয়েছেন এক।মৃত পুলিশ কর্মীর নাম তরুণ দাস ও মোহাম্মদ মাসুদ। মৃত্যু হয়েছে গাড়ির চালক প্রভাস মাহাতোর। মারাত্মকভাবে জখম হয়েছেন আরেক পুলিশকর্মী সত্যব্রত ভৌমিক। সকলের বাড়ি কলকাতায়। মারাত্মকভাবে জখম পুলিশকর্মী সত্যব্রত ভৌমিককে প্রথমে শক্তিনগর হাসপাতাল এর পরে স্বাস্থ্যের অবনতি ঘটায় কোলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
জানা গিয়েছে যে এদিন কলকাতার তিন পুলিশকর্মী রায়গঞ্জ থেকে কলকাতার দিকে আসছিলেন। ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে আসার পথে নাকাশিপাড়া থানার অন্তর্গত গাছা বাজার এর কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিটিকে পিছনে জোর ধাক্কা মারে।
সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পুলিশ কর্মীসহ তিনজনের। আরেক পুলিশকর্মী সত্যব্রত ভৌমিক মারাত্মকভাবে জখম হয়েছেন।
এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ৩৪ নম্বর জাতীয় সড়কে সকালবেলা থেকে পাকা দেড় থেকে দুই ঘণ্টা ব্যাপক যানজট তৈরি হয়।
দ্রুত পুলিশকর্মী পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং যানজট মুক্ত করে বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরের পাঠিয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিটি সরিয়ে দিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584