সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

রাস্তার পাশে অবৈধ বালি পড়ে থাকার জেরে পথদুর্ঘটনা।বাসন্তী চৌকিদার মোড় এলাকায় এদিন অটো ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এই দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়,এবং আহত হয় ৭ জন।এলাকার রাস্তার পাশে যত্রতত্র বালি,ইট,পাথর সহ নানান সমগ্রী জিনিস পড়ে রয়েছে।

যেগুলি অবৈধ ভাবে রাস্তার পাশে ফেলে রেখে দিনের পর দিন ব্যবসা করে চলেছে কিছু অসাধু ব্যবসায়ী।আর তাদের এই রাস্তার পাশে বালি পাথর পড়ে থাকার জেরে দুর্ঘটনা ঘটছে প্রায় নিত্য দিন,এমনটাই দাবী স্থানীয় মানুষ জনের।জানা যাচ্ছে এই ঘটনার পুনর্বার ঘটল দঃ ২৪ পরগনায় বাসন্তীতে।

ঘটনা সূত্রে , একটি যাত্রী বোঝাই অটো গদখালী থেকে বাসন্তীর দিকে আসছিলেন এবং তাঁর বিপরীত দিক দিয়ে যাচ্ছিল একটি ইঞ্জিন ভ্যান।এরপর একে অপর কে পাশ দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় রাস্তায় তাদের কে পড়ে থাকতে দেখে উদ্ধারের জন্যে ছুটে আসে স্থানীয় মানুষজন ।এরপর আহতদের ভর্তি করা হয় বাসন্তী গ্রামীণ হাসপাতালে।এদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক স্কুল ছাত্রী অয়ন্তিকা নস্কর (৬)।আহত হয়েছেন সাতজন।যাদের মধ্যে রয়েছে শ্রীনিবাস মন্ডল , কামালউদ্দিন সর্দার, পরিমল মৃধা, শুভঙ্কর মৃধা ও নরেন্দ্রনাথ হালদার।এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয়েছে অন্যত্র।
আরও পড়ুনঃ নয়াগ্রামে পিক আপ ভ্যান উল্টে আহত ৫০

এই ঘটনা শোনা মাত্র ঘটনা স্থলে ছুটে যান বাসন্তী থানার ওসি ও এস আই মানিক বাবু এবং দুর্ঘটনা গ্রস্থ গাড়িকে উদ্ধার করে নিয়ে থানায় আনা হয়;এরপর সেখান থেকে আহতদের দেখতে ছুটে যান বাসন্তী গ্রামীণ হাসপাতালে।মৃতদেহটি ময়নাতদন্তের জন্যে নিয়ে যায় বাসন্তী থানার পুলিশ।এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584