নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
কাঁথি থেকে জেলা সদরে জরুরী কাজে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক পার্থ ঘোষ।তবে এই মুহূর্তে তিনি সুস্থ রয়েছেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,এদিন দুপুর ১টার কিছু সময় বাদে পার্থবাবুর গাড়িটি যখন হেড়িয়ার ইরিঞ্জি ব্রিজের কাছে আসে ঠিক সেই সময় দিঘা গামী একটি পর্যটক বোঝাই গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাঁর।
এর জেরে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়।খবর পেয়েই হেড়িয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে মহকুমা পুলিশ আধিকারীককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।তবে প্রাথমিক চিকিৎসার পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রাথমিক চিকিৎসার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সহ তাঁর যাত্রীদের হেড়িয়া পুলিশ ফাঁড়িতে আটক করা হয়েছে।গাড়িটিতে ছিলেন কলকাতার বেহালার বাসিন্দা রামা বিশ্বাস ও তাঁর পরিবারের ২ মহিলা সহ ৫ জন।গাড়িটি রামাবাবুই চালাচ্ছিলেন বলে জানা গেছে।কি কারনে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুনঃ চাঁদা না মেলায় মোবিল ছুঁড়লো জুলুমবাজরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584