নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মহাষষ্ঠীর সকালে দুটি পথ দুর্ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে গেল ৩১ নং জাতীয় সড়কের শামুকতলা রোড এলাকায়।

এদিন সকালে পারোকাটা ৩১নং জাতীয় সড়কে একটি বোলেরো এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল যানচলাচল যদিও পুলিশ দুটি গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে ওই জাতীয় সড়কের মহাকাল চৌপথী এলাকায় শুক্রবার সকাল ন’টা নাগাদ একটি ২২ চাকার ট্রেলারের সাথে একটি ১২ চাকার ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষের দরুন ট্যাংকারের সামনের দুমড়ে-মুচড়ে যায়।ট্যাংকার লিক হয়ে গিয়ে প্রায় তিন হাজার লিটার কেমিক্যাল রাস্তার মধ্যে পড়ে থাকে। ফলে প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুনঃ দেওয়াল চাপা কান্দিতে মৃত ২ শিশুর, আহত ৩
স্থানীয় সূত্রে জানা গেছে, যে ২২ চাকার লরিটি বিশাখাপত্তনম থেকে গৌহাটির দিকে রওনা দিয়েছিল এর মধ্যে একটি মেশিন লোড করা ছিল যার ওজন ৩০ টন।
কিন্তু উল্লেখ করার বিষয় যে ট্রেলার থেকে মেশিনটি চওড়া থাকায় ট্রাকের ড্রাইভার সঠিকভাবে পরিমাপ করতে না পেরে ট্যাংকারে ধাক্কা লাগিয়ে দেয়। তিন হাজার লিটার কেমিক্যাল রাস্তার ওপরে ছিটিয়ে পড়ে । ট্রাকের ড্রাইভার সামান্য আহত হয়েছে তাকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে শামুকতলা রোড আউটপোস্ট পুলিশ ঘটনাস্থলে রয়েছে প্রায় ঘণ্টাখানেক পর স্বাভাবিক করার চেষ্টা করছে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584