পানীয় জলের দাবিতে পথ অবরোধ দিনহাটায়

0
33

অমৃতা চন্দ, কোচবিহারঃ

দীর্ঘদিন পানীয় জল না পেয়ে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করলো বড় আটিয়া বাড়ি অঞ্চলের গ্রামবাসীরা। এদিন সকাল ১০ টা নাগাদ দিনহাটা-নয়ারহাট মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। কিছুক্ষন যান চলাচল বন্ধ থাকায় অসুবিধার সম্মুখীন হয় পথচলতি যাত্রীরা।

road block of villagers in dinhata | newsfront.co
অবরোধ। নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে একটি ট্যাপকল থাকলেও তাতে জল পড়ছেনা। স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বার বার জানিয়েও কোনো সুরাহা হয়নি।

অবরোধকারী শেফালী ভৌমিক বলেন,”বড় আটিয়াবারি ২ নং অঞ্চলে আমরা খাবার জল পাচ্ছিনা কর্তৃপক্ষকে আমরা বারবার জানিয়েছি তবুও কোন সুরাহা হয়নি তাই আজকে আমরা পথ অবরোধ করছি এর সমাধান না হলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে শামিল হব”।

আরও পড়ুনঃ অনলাইন সংস্থার মালবাহী গাড়িতে চুরি, ধৃত ৩

তাই আজ তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বলে জানায় অবরোধ কারিরা।দীর্ঘ একঘন্টা এই পথ অবরোধ চলার পর নেতৃত্বদের আশ্বাসে এই পথ অবরোধ উঠে যায়।

স্থানীয় তৃণমূল নেতা বলেন,” এই সমস্যা তৈরি হয়েছে পিএইচই দপ্তরের জন্য। তাদের সাথে কথা বললাম তারা ১০ দিনের মধ্যে এই সমস্যার সমাধান করবে বলে আমাদের আশ্বাস দিয়েছে তাই আমরা পথ অবরোধ উঠে নিচ্ছি”।সাধারণ গ্রামবাসীদের পাশে তারাও আন্দোলনে আছে বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here