হরষিত সিংহ,মালদহঃ
জুয়ার ঠেকে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল মহিলারা।শনিবার ইংরেজবাজার শহরের হ্যান্টাকালি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক আবরোধ করে বিক্ষোভ দেখায়।অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ অভিযুক্তকে সাত দিনের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় মহিলারা।

উল্লেখ,গত মঙ্গলবার রাতে ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে এলাকায় জুয়ার ঠেকে বচসার জেরে ছোটন চৌধুরি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়।ঘটনায় মূল অভিযুক্ত অলক ঘোষ সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ইংরেজবাজার থানায়। পায়ে গুলি লেগে বর্তমানে ওই যুবক মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক জনকে আটক করেছে পুলিশ।তবে এখন অধারা মূল অভিযুক্ত।তারি প্রতিবাদে ও মূল অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবীতে এদিন জাতীয় সড়ক অবরোধে সামিল হন স্থানীয় মহিলারা। এদিনের অবরোধের জেরে বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যান চলাচল।ইংরেজবাজার থানার পুলিশ পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে।কিন্তু বিক্ষোভকারীরা তাদের দাবীতে অনড় থাকে। পরে ঘটনাস্থলে ছুটে আসে অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।অভিযুক্তকে সাত দিনের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ অবরোধ তুলে নেয়।স্বাভাবিক জাতীয় সড়কের যান চলাচল।
আরও পড়ুন: মৃন্ময়ী দুর্গাকে সাজিয়ে সংসার যাপন জীবন্ত দুর্গাদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584